কোনাবাড়ী থানায় অভিযোগ দায়ের করার ১০ ঘন্টা মধ্যে একটি মহিষ ও পিক-আপসহ দুই ডাকাত গ্রেপ্তার।
- আপডেট টাইম : ০৫:৩৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ২০৩ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী ,স্টাফ রিপোর্টার।।
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ডাকাতির ১০ ঘন্টা পর একটি মহিষ ও পিক-আপসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিক-আপ চালক রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১লা অক্টোবর) সাভারের ধামরাই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মোঃ মাসুদ (২৮) এবং জুয়েল রানা (২৮)। পুলিশ জানায়,২৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পশুহাট থেকে রানা মন্ডল নামে এক খামারী ২টি মহিষের বাচ্চা গাজীপুরের কালিগঞ্জ থানাধীন উলুখােলা মঠবাড়ীয়া যাওয়ার জন্য ১২ হাজার টাকা ভাড়া করে। ওই পিক-আপ
ভ্যানে ২টি মহিষের বাচ্চা তুলে রওনা হন। পরে (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টা সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল ব্রীজের সামনে পৌছলে ৭/৮ জন ডাকাত দল একটি ট্রাক দিয়ে গতিরোধ করে।
পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পিক-আপসহ মহিষ দুটি লুটে নেয়। পরে পিক-আপ চালক
কোনাবাড়ী মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ উদ্ধার অভিযান চালায়।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বনিক জানান,গ্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শনিবার (২ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।