বিয়ের ৬ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা
- আপডেট টাইম : ০৪:০১:২৭ অপরাহ্ণ, সোমবার, ২৩ আগস্ট ২০২১
- / ২৫৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাবেয়া বেগম (২০) নামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী নজরুল ইসলামের (২৪) বিরুদ্ধে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাঁও গ্রামের ভাড়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত রাবেয়ার বাবা বাদি হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের সালথা উপজেলার লক্ষনদিয়া গ্রামের সাইদ শেখের মেয়ে রাবেয়ার সঙ্গে নগরকান্দা উপজেলার মানিকদি গ্রামের আব্দুল হালিম খলিফার ছেলে নজরুল ইসলামের ৬ মাস আগে বিয়ে হয়। ওই দম্পতি ৩ মাস ধরে শ্রীনগর উপজেলার জুশুরগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে থাকতো।
বাড়ির মালিক জাহাঙ্গীর আলম বলেন, রাত ৩টার দিকে পার্শ্ববর্তী অপর ভাড়াটিয়া আমাকে ফোন করে এ বিষয়ে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের নাক-মুখে রক্তের চিহ্ন দেখা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম স্বীকার করে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম এর আগেও একটি বিয়ে করেছিল। সেই সংসার ভেঙে গেলে রাবেয়া বেগমকে বিয়ে করে। আগের স্ত্রীর সঙ্গে গোপনে সম্পর্ক রাখার কারণে রাবেয়ার সঙ্গে নজরুলের কথা কাটাকাটি হতো। এছাড়াও নজরুল যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই রাবেয়াকে মারধর করত।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রাবেয়া বেগমের বাবা বাদি হয়ে একটি হত্যা দায়ের করেছেন। পাষণ্ড স্বামী নজরুল ইসলামকে আদালতে প্রেরণের করা হয়েছে।