সিরাজগঞ্জে মেয়রের পাঁচ সহযোগী কর্মী চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার
- আপডেট টাইম : ০১:৫০:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ২১৩ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টঃ মুছাওবীর মিশু
চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়রের পাঁচ সহযোগী কর্মী চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেলকুচি
উপজেলার চরচালা, জিধুরী ও মুকন্দগাতী গ্রামে অভিযান চালিয়ে তাদের
গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চরচালা গ্রামের
রাকিব মাষ্টারের ছেলে রিয়াদ হোসেন, একই গ্রামের সোনা উল্লাহ তালুকদারের
ছেলে রুবেল হোসেন, মুকন্দগাতী গ্রামের আব্দুল বাতেনের ছেলে নাজমুল,
জিধুরী গ্রামের আব্দুল হালিমের ছেলে মেহেদী হাসান ও আমির চাঁনের ছেলে রতন
শেখ।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মীদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বেলকুচি উপজেলার গাড়ামাসি নতুন
পাড়া গ্রামের শামসুর রহমানের ছেলে হাজী আতিকুর রহমান উত্তম গত ২৪ জুলাই
রাতে তার বন্ধু জহুরুল ইসলাম প্রামানিকের মুকন্দগাতী বাড়ি থেকে পাওনা ৮৫
হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি মুকন্দগাতী
বাজারের এ.এ প্লাজার সামনে পৌছলে কয়েকজন ছাত্রলীগ কর্মী চার পাশ থেকে
আতিকুর রহমান উত্তমকে ঘিরে ফেলে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবী করে কিলঘুষি
মারে। এসময় তার চিৎকারে আশপাশে লোকজন ছুটে আসলে ছাত্রলীগ কর্মীরা তার
কাছে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় হাজী আতিকুর
রহমান উত্তম ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে গত ২৫
জুলাই বেলকুচি থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন।
আজ এই মামলার এজাহার ভুক্ত ৫ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বেলকুচি থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন।