রাস্তার নির্মাণ করলেন বিবাদী মনির হোসেন সেই রাস্তা কংক্রিট বুঝাই কৃত ট্র্যাক্টর দিয়ে ভেঙে ফেলছেন বলাতেই এরই জের ধরে মিথ্যা অভিযোগ মনির হোসেন এর বিরুদ্ধে….!!
যেই মিথ্যা মামলার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, বাদী মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া সার্জেন্ট
২০০৫ সাল ও ২০০০ ৮ সালে ষড়যন্ত্র মূলক যেই দুইটি মিথ্যা মামলা হয়েছিল মহামান্য আদালত মনির হোসেনকে সম্মানের শহীদ খালাস প্রদান করে দিয়েছেন ।
কুমিল্লায় মিথ্যা মামলা কড়াটাই যেন তার নেশা অভিযোগ উঠেছে একাধিক এলাকা বাসীর দেলোয়ার হোসেন সার্জেন্ট ও তার পরিবারের সবার বিরুদ্ধে
দেলোয়ারের অত্যাচারে অতিষ্ঠ একাধিক এলাকাবাসী কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্নে অলিপুর কাসার কোতয়ালী মডেল থানা ৩৫০১,
এস আই শংকর ঘটনাস্থলে তদন্ত করে বাদি দেলোয়ার হোসেনের বড় ভাই আমির হোসেন সরদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণকে দায়িত্ব দিয়েছিলেন উভয়পক্ষ কুমিল্লা ক্যান্টনমেন্ট ফাঁড়িতে যাওয়ার জন্য কিন্তু দেলোয়ার কিছুই মানতে রাজি হন না এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন একাধিক এলাকা বাসী।
প্রিন্ট
কুমিল্লা থেকে সংবাদদাতা 



















