খুলনায় করোনায় একদিনে আরও ৯ মৃত্যু, শনাক্ত ৪০.৯৪ শতাংশ
- আপডেট টাইম : ০৭:০৮:১৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ জুন ২০২১
- / ২৪৭ ৫০০০.০ বার পাঠক
খুলনা থেকে বাবুল হাওলাদার।।
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দুই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে খুলনায় ৪২৫ জনের নমুনা পরীক্ষায় ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০.৯৪ শতাংশ।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন সাত জনের মৃত্যু হয়েছে। তার সবাই করোনা পজিটিভ ছিলেন।’
এ ছাড়া ১৩০ শয্যার এ করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৬ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেড জোনে ৯১ জন, ইয়োলো জোনে ২৬ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটে ৯৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে সাত জন চিকিৎসাধীন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কোন রোগীর মৃত্যু হয়নি। ৭০ শয্যার হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৬৬ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে পাঁচ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট জন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শুক্রবার রাতে খুমেকের পিসিআর মেশিনে ৫৫৪ জনের নমুনা পরীক্ষায় ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে- খুলনার ৪২৫ জনের নমুনা পরীক্ষায় ১৭৪ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া বাগেরহাটে ২৫ জন, যশোরে সাত জন, সাতক্ষীরায় একজন, নড়াইলের দু’জন ও পিরোজপুরের একজন আছেন।