সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের কচুয়ায় সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তা করোনা আক্রান্ত, কার্যক্রম বন্ধ

নিজস্ব সংবাদদাতা:
- আপডেট টাইম : ০৯:০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ২৮৫ ১৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার,বাগেরহাট॥
বাগেরহাটের কচুয়া উপজেলার সোনালী ব্যাংকের ১১ কর্মকর্তা-কর্মচারীরর মধ্যে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে সরকারী জরুরী সেবা ব্যতিত এ শাখার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছেন কর্তপক্ষ। সোনালী ব্যাংক লিমিটেড কচুয়া শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রবীন্দ্র নাথ গাইন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিকিউরিটি গার্ডসহ আমাদের শাখায় মোট ১১ জন ষ্টাফ রয়েছে। নমুনা পরীক্ষায় এরমধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একজন সিকিউরিটি গার্ড, একজন ক্যাশ অফিসার ও আমি সুস্থ রয়েছি। যার ফলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে সরকারী লেনদেন চলবে। এজন্য বাগেরহাট থেকে আসা একজন ক্যাশিয়ার আমার শাখায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে জরুরী প্রয়োজনে গ্রাহকদের টাকা দেওয়া হবে।
আরো খবর.......