রাজনৈতিক স্বার্থে মাঠে নামানো হয়,
স্বার্থ উদ্ধারের পর বলির পাঠা বানানো হয়,
জেল-জুলুমের দিকে ঠেলে দেয়া হয়।
একাত্তরের নির্যাতনের চিত্র ছিল-
ঠক ঠক ঠক
দরজায় নরখাদক।
ফ্যাসিবাদের সময় উলামায়ে কেরামের দরজায়
ন রখাদক দেখা যেত।
আবার সে ধারাবাহিকতা শুরু হয়েছে।
আর চুপ থাকার সময় নেই।
নিপীড়িত আলেমদের পাশে দাড়াতে হবে।
ঐক্যবদ্ধ ধ্বনি হউক–
মজলুমদের মুক্তি চাই।
এবাংলায় জালেমদের ঠাই নাই।
আল্লাহ হুজুরদের সুমতি দিন-
রাজবাড়ীর একজন নিপীড়িত মজলুম!
ভাইটির পাশে দাড়াবার কী কেউ নেই?
প্রিন্ট
এই রিপোর্টটি ফেসবুক এদের থেকে সংগ্রহ করা 




















