ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
৫ আগস্টের পর সব রাজবন্দি মুক্তি পেলেন, আজহার পেলেন না এবার করা হলো শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ শ্রীপুরে ওসি’র ঘুষ লেনদেনের অডিও ভাইরাল গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া। পর্ব ২ জানাযায় প্রধান উপদেষ্টার কাতার সফরে গুরুত্ব পাবে কতটুকু নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রী সমমান করার দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি ঠাকুরগাঁওয়ে কবরের ওপর থেকে হাত পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

রায়পুরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দশ লাখ টাকার আত্নসাৎতের অভিযোগ।

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৮:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • / ২৯২ ৫০০০.০ বার পাঠক

রায়পুরা প্রতিনিধি।।

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ১৭৩ নং ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ ইসমাঈল সাহেবের রিরুদ্ধে  ১০ লাখ টাকার অভিযোগ  উঠেছে।

এই বিষয়ে পাওনাদার শফিকুল ইসলাম বলেন, আমার পিতার নামঃ লুৎফর রহমান,উপজেলা- রায়পুরা,জেলা- নরসিংদী এই মর্মে ১৭৩ নং ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক  মোঃ ইসমাঈল সাহেবের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে,উনি আমাকে গত প্রায় ০৪( চার) বছর ধরে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা- মোকদ্দমা করে আসিতেছেন।বিগত ০৪/০৬/২০১৮ ইং তারিখে৬৮০/১৭ নং মামলা বিজ্ঞ অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট আমার পক্ষে রায় ঘোষণা করেন এবং পরবর্তীতে পুনরায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে ১৪৫/১৮ নং মামলাটি রিভিশন  দাখিল করিলে বিগত১৫/১১/২০২০ ইং তারিখে বিজ্ঞ নিম্ন আদালতে রায়টি বহাল রাখেন। এর পরিপেক্ষিতে ১৫ দিনের ভিতর উনি একটি জমি বিক্রি করে  আমাদের টাকাগুলো ফেরত দিবে বলে ৩০০৳( তিনশত) টাকা মূল্যের নন- জুডিশিয়াল টাইপকৃত স্ট্যাম্পে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন এবং তাছাড়া আমার বিদেশে যাওয়ার টাকাগুলো আমি আমার বাবার বাড়ী বন্ধক ও আমার আত্নীয়- স্বজনের স্বর্ণালংকার বন্ধক দিয়ে সংগ্রহ  করেছিলাম এবং বিভিন্ন হয়রানিমূলক মামলা চালাতে আমার অনেক সম্মান ও টাকা নষ্ট হয়।আমাদেরকে বিদেশে পাঠাবে বলে আমার ও আমির নামক লোকের টাকাগুলো আত্নসাৎ  করেন।পরবর্তীতে আমির নামক লোকটির আম্মা বাদী হয়ে আমার বাবার বিরুদ্ধে আরেকটি রায়পুরা সি আর ১৪৪/১৮ মামলা দাখিল করিয়াছেন।সে মামলাটিতে আমার বাবা অযথা ১০ ( দশ) দিন জেলে আটক ছিলেন।এখনো সে মামলাটি কোর্টে চলমান রইয়াছে এবং চূড়ান্ত রায় পর্যন্ত বিদ্যমান থাকিবে। উপরোক্ত মামলাগুলো চালাতে আমার আরো বিভিন্ন উপায়ে লাভে সুদে টাকা ঋণ করি। এই বিষয়ে বলতে গেলে ইসমাঈল সাহেব তার এক নিকটাত্মীয় পুলিশ আছে বলে আমাকে বিভিন্ন  সময়ে ভয়-ভীতি ও হুমকি দিয়েছে এবং আমার ক্ষয়ক্ষতির পরিমাণ (৬০০০০০+৪০০০০০) মোট ১০০০০০০ দশ লাখ টাকা। তিনি আরও বলেন, আমি এই টাকা উদ্ধার করার জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে লিখিত একটি অভিযোগ অনুলিপি প্রদান করি।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,চেয়ারম্য

ান উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা শিক্ষা অফিসার,অফিসার ইনচার্জ,মেয়র রায়পুরা পৌরসভা,চেয়ারম্যান পলাশতলী ইউনিয়ন পরিষদ,রায়পুরা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি।সরকারি কর্মকর্তাগণ আমার টাকা উদ্ধার করে দিতে পারে নাই বিধায় প্রশাসনের নিকট আকুল প্রার্থনা এই যে উপরোক্ত বিষয় সুবিবেচনা পূর্বক আমার টাকাগুলো উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করিতে যেন মর্জি হয়।সময় অনুসন্ধানে চোখ রাখুন

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দশ লাখ টাকার আত্নসাৎতের অভিযোগ।

আপডেট টাইম : ০৮:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১

রায়পুরা প্রতিনিধি।।

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ১৭৩ নং ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ ইসমাঈল সাহেবের রিরুদ্ধে  ১০ লাখ টাকার অভিযোগ  উঠেছে।

এই বিষয়ে পাওনাদার শফিকুল ইসলাম বলেন, আমার পিতার নামঃ লুৎফর রহমান,উপজেলা- রায়পুরা,জেলা- নরসিংদী এই মর্মে ১৭৩ নং ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক  মোঃ ইসমাঈল সাহেবের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে,উনি আমাকে গত প্রায় ০৪( চার) বছর ধরে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা- মোকদ্দমা করে আসিতেছেন।বিগত ০৪/০৬/২০১৮ ইং তারিখে৬৮০/১৭ নং মামলা বিজ্ঞ অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট আমার পক্ষে রায় ঘোষণা করেন এবং পরবর্তীতে পুনরায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে ১৪৫/১৮ নং মামলাটি রিভিশন  দাখিল করিলে বিগত১৫/১১/২০২০ ইং তারিখে বিজ্ঞ নিম্ন আদালতে রায়টি বহাল রাখেন। এর পরিপেক্ষিতে ১৫ দিনের ভিতর উনি একটি জমি বিক্রি করে  আমাদের টাকাগুলো ফেরত দিবে বলে ৩০০৳( তিনশত) টাকা মূল্যের নন- জুডিশিয়াল টাইপকৃত স্ট্যাম্পে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন এবং তাছাড়া আমার বিদেশে যাওয়ার টাকাগুলো আমি আমার বাবার বাড়ী বন্ধক ও আমার আত্নীয়- স্বজনের স্বর্ণালংকার বন্ধক দিয়ে সংগ্রহ  করেছিলাম এবং বিভিন্ন হয়রানিমূলক মামলা চালাতে আমার অনেক সম্মান ও টাকা নষ্ট হয়।আমাদেরকে বিদেশে পাঠাবে বলে আমার ও আমির নামক লোকের টাকাগুলো আত্নসাৎ  করেন।পরবর্তীতে আমির নামক লোকটির আম্মা বাদী হয়ে আমার বাবার বিরুদ্ধে আরেকটি রায়পুরা সি আর ১৪৪/১৮ মামলা দাখিল করিয়াছেন।সে মামলাটিতে আমার বাবা অযথা ১০ ( দশ) দিন জেলে আটক ছিলেন।এখনো সে মামলাটি কোর্টে চলমান রইয়াছে এবং চূড়ান্ত রায় পর্যন্ত বিদ্যমান থাকিবে। উপরোক্ত মামলাগুলো চালাতে আমার আরো বিভিন্ন উপায়ে লাভে সুদে টাকা ঋণ করি। এই বিষয়ে বলতে গেলে ইসমাঈল সাহেব তার এক নিকটাত্মীয় পুলিশ আছে বলে আমাকে বিভিন্ন  সময়ে ভয়-ভীতি ও হুমকি দিয়েছে এবং আমার ক্ষয়ক্ষতির পরিমাণ (৬০০০০০+৪০০০০০) মোট ১০০০০০০ দশ লাখ টাকা। তিনি আরও বলেন, আমি এই টাকা উদ্ধার করার জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে লিখিত একটি অভিযোগ অনুলিপি প্রদান করি।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,চেয়ারম্য

ান উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা শিক্ষা অফিসার,অফিসার ইনচার্জ,মেয়র রায়পুরা পৌরসভা,চেয়ারম্যান পলাশতলী ইউনিয়ন পরিষদ,রায়পুরা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি।সরকারি কর্মকর্তাগণ আমার টাকা উদ্ধার করে দিতে পারে নাই বিধায় প্রশাসনের নিকট আকুল প্রার্থনা এই যে উপরোক্ত বিষয় সুবিবেচনা পূর্বক আমার টাকাগুলো উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করিতে যেন মর্জি হয়।সময় অনুসন্ধানে চোখ রাখুন