ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
মানুষের তৈরি মতবাদ আল্লাহর আইনের সাথে চ্যালেঞ্জ করার শামিল – ড.শফিকুল ইসলাম মাসুদ সরকারি রাস্তা আওয়ামী লীগ নেতার দখলের চেষ্টা।এই বিষয়ে সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশের পর এসিল্যান্ডের নিষেধাজ্ঞা ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সমগ্র বাংলাদেশ) পাকুন্দিয়া উপজেলা শাখা কমিটির সকলকে সনদ প্রদান ও আলোচনা সভা ২৫২ বছরের ইতিহাসে চট্টগ্রামে এই প্রথম নারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের পদায়ন ফরিদা খানম গাজীপুর জেলা মহানগর কাশিমপুরে স্বাধীন মত প্রকাশের জেরে থানার ওসির নেতৃত্বে একাধিক সাংবাদিকের নামে মিথ্যা মামলা আজমিরীগঞ্জ পৌর এলাকার গন্জেরহাটি গ্রামের সরকারি রাস্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রনব বনিকের দখলের চেষ্টা নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রামে জনতা ব্যাংক সিবিএ নেতা আফসার আ.লীগের আমলে দাপট দেখিয়ে এখন বিএনপি নিয়োগ, বদলি, চাঁদাবাজি করে কামিয়েছেন টাকা মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

কনে সাজে অপু বিশ্বাস আবার

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:৪১:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৭ জুন ২০২১
  • / ৪৪২ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।

কনের সাজে সেজেছেন অপু বিশ্বাস। বরের বেশে ইমন। না, বাস্তবে নয়। কোনো সিনেমার দৃশ্যধারণও নয়।

সম্প্রতি রাজধানীর উত্তরায় ১১ নং সেক্টরের খান টাওয়ারে ‘রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মল’-এর বানিজ্যিক মুখপাত্র হিসেবে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস।

আয়োজনের অংশ হিসেবে প্রথমে শাড়ি এবং পরে লেহেঙ্গার পরা অবস্থায় বিয়ের সাজে দেখা যায় অপুকে।  আর বরের সাজে ইমন পড়েন কালো ও সাদা শেরওয়ানি।

করোনা পরিস্থিতিতে অনেক পরিবারে বিয়ের আয়োজন চলছেই।  স্বল্প পরিসরেই বেশিরভাগ বিয়ে হলেও সাজগোজের সখ থাকে অনেকেরই।  বিয়ের আনন্দ আর খুশিকে বাড়িয়ে তুলতে অভিজাত গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ কালেকশন নিয়েই ছিল তাদের আয়োজন।

এ বিষয়ে রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম খান বলেন, সবাই চায় বিয়ের শাড়ি বা লেহেঙ্গাটা হবে এক্সক্লুসিভ। এই স্মৃতিময় স্বপ্ন বোনা সাধারণ কারিগর দ্বারা সম্ভব নয়। অনেকগুলো দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় একটি বিয়ের শাড়ি বা লেহেঙ্গা।

এমন একঝাঁক কারিগরের হাতে তৈরি রয়েল মালাবারের বিয়ের সব পোশাক।  সেই সঙ্গে বিয়ের গহনাও চাই আধুনিক। সেদিক দিয়ে আমরা বেশ এগিয়ে। একই ছাদের নিচে পোশাকের পাশাপাশি চোখ ধাঁধানো আধুনিক সব ডিজাইনের স্বর্ণ এবং হীরার গহনা থাকছে আমাদের এখানে।  বর-কনেকে গহনা এবং পোশাকে সাজিয়ে দেখার সুযোগও রয়েছে।

এ ছাড়াও পোশাকের গুণগতমান, বৈচিত্র্য ও নকশার নতুনত্বের জন্য রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলে শুরু থেকেই আলাদা। গর্জিয়াস সব পাঞ্জাবি, নতুন নকশার শাড়ি, লং কামিজ, থ্রি-পিস, ফ্রক, টপস, শার্ট, স্যুট, জুতা ছাড়াও বাচ্চাদের  জন্য রয়েছে বড় কালেকশন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কনে সাজে অপু বিশ্বাস আবার

আপডেট টাইম : ১০:৪১:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৭ জুন ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।

কনের সাজে সেজেছেন অপু বিশ্বাস। বরের বেশে ইমন। না, বাস্তবে নয়। কোনো সিনেমার দৃশ্যধারণও নয়।

সম্প্রতি রাজধানীর উত্তরায় ১১ নং সেক্টরের খান টাওয়ারে ‘রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মল’-এর বানিজ্যিক মুখপাত্র হিসেবে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস।

আয়োজনের অংশ হিসেবে প্রথমে শাড়ি এবং পরে লেহেঙ্গার পরা অবস্থায় বিয়ের সাজে দেখা যায় অপুকে।  আর বরের সাজে ইমন পড়েন কালো ও সাদা শেরওয়ানি।

করোনা পরিস্থিতিতে অনেক পরিবারে বিয়ের আয়োজন চলছেই।  স্বল্প পরিসরেই বেশিরভাগ বিয়ে হলেও সাজগোজের সখ থাকে অনেকেরই।  বিয়ের আনন্দ আর খুশিকে বাড়িয়ে তুলতে অভিজাত গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ কালেকশন নিয়েই ছিল তাদের আয়োজন।

এ বিষয়ে রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম খান বলেন, সবাই চায় বিয়ের শাড়ি বা লেহেঙ্গাটা হবে এক্সক্লুসিভ। এই স্মৃতিময় স্বপ্ন বোনা সাধারণ কারিগর দ্বারা সম্ভব নয়। অনেকগুলো দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় একটি বিয়ের শাড়ি বা লেহেঙ্গা।

এমন একঝাঁক কারিগরের হাতে তৈরি রয়েল মালাবারের বিয়ের সব পোশাক।  সেই সঙ্গে বিয়ের গহনাও চাই আধুনিক। সেদিক দিয়ে আমরা বেশ এগিয়ে। একই ছাদের নিচে পোশাকের পাশাপাশি চোখ ধাঁধানো আধুনিক সব ডিজাইনের স্বর্ণ এবং হীরার গহনা থাকছে আমাদের এখানে।  বর-কনেকে গহনা এবং পোশাকে সাজিয়ে দেখার সুযোগও রয়েছে।

এ ছাড়াও পোশাকের গুণগতমান, বৈচিত্র্য ও নকশার নতুনত্বের জন্য রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলে শুরু থেকেই আলাদা। গর্জিয়াস সব পাঞ্জাবি, নতুন নকশার শাড়ি, লং কামিজ, থ্রি-পিস, ফ্রক, টপস, শার্ট, স্যুট, জুতা ছাড়াও বাচ্চাদের  জন্য রয়েছে বড় কালেকশন।