ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
কাউন্দিয়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জের ছত্রছায়ায় চলছে মাদকের রমরমা ব্যবসা (পর্ব- ১) চট্টগ্রাম কোতোয়ালি থানার বিশেষ অভিযানে চোর চক্র ও ১০ ভরিস্বর্ণসহ গ্রেপ্তার, ০৬ নাসিরনগরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি এর ঈদ পূর্ণমিলন ও সাংবাদিকদের মিলনমেলা বিরামপুরে ভুয়া সেনা সদস্য আটক ভাঙ্গুড়ায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৩২ হাজার জরিমানা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু সুন্দরবনের সার্বিক নিরাপত্তায় অবদান রেখে চলছে কোস্ট গার্ড দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠেই হেরে গেল টাইগাররা

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মাদারীপুরে বিভিন্ন সংগঠনের মানববন্ধন।

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৮:৩২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ২৯৮ ৫০০০.০ বার পাঠক

মাদারীপুর প্রতিনিধি।।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা সারা দেশের মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মাদারীপুরের গণমাধ্যমকর্মীরা। বুধবার মাদারীপুর প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার, সাংবাদিক কল্যাণ সমিতি, টেলিভিশন সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় গণমাধ্যমকর্মীরা এই মন্তব্য করেন।
বেলা ১১টায় জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সামনে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলার গণমাধ্যমকর্মী, সচেতন নাগরিক কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তরা স্বাস্থ্যে অতিরিক্ত সচিব জেবুন্নেছা বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি তোলে। এরপর বেলা ১২টায় শহরের ঈদগাদ মাঠের সামনে মাদারীপুর প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি সুবল বিশ্বাস, সাধারণ সম্পাদক এম.আর. মুর্তজা, আরটিভির জেলা প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম ফরাজী, ডিবিসি’র মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস, সময় টিভির সাংবাদিক সঞ্জয় কর্মকার অভিজিৎ, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক আরাফাত হাসান, মাদারীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বেল্লাল রিজভী, সহ-সভাপতি রিপনচন্দ্র মল্লিক, প্রথম আলোর মাদারীপর প্রতিনিধি অজয় কুন্ডু প্রমুখ।
মানববন্ধনে মাদারীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বেল্লাল রিজভী বলেন, ‘সাহসী সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে তা কোন ভাবেই সরকার দায় এড়াতে পারে না। আমাদের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন রোজিনা ইসলামকে নাকি হেনস্তা করা হয়নি। মন্ত্রী এ কথা কিভাবে বলে? তিনি কি চোখে দেখেন না নাকি অন্যায়ের পক্ষে সাফাই গান তিনি। আমরা মুক্ত গণমাধ্যম চাই। একই সঙ্গে আমরা স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্যে অতিরিক্ত সচিব জেবুন্নেছা বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের চাই।’
মাদারীপুর প্রেসক্লাবের সিনিয়র যুদ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, ‘একজন সাহসী সাংবাদিক রোজিনার সঙ্গে যা ঘটেছে তা দেশের মানুষের কাছে আজ লজ্জার। সবাই স্বাস্থ্য বিভাগকে ধিক্কার জানাচ্ছে। সরকারের কাছে দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা। এমনকি যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করা। নয়তো সাংবাদিকরা চুপ থাকবে না। সাংবাদিকরা আন্দোলনে নেমেছে, আগামীতে তারা আরও কঠোর আন্দোলনের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবে।’
এ ছাড়া জেলার সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করেন সংগঠনটির নেতারা। এতে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের লেকপাড়ের শহীদ কানন চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে মাদারীপুর বন্ধুসভা।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মাদারীপুরে বিভিন্ন সংগঠনের মানববন্ধন।

আপডেট টাইম : ০৮:৩২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

মাদারীপুর প্রতিনিধি।।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা সারা দেশের মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মাদারীপুরের গণমাধ্যমকর্মীরা। বুধবার মাদারীপুর প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার, সাংবাদিক কল্যাণ সমিতি, টেলিভিশন সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় গণমাধ্যমকর্মীরা এই মন্তব্য করেন।
বেলা ১১টায় জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সামনে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলার গণমাধ্যমকর্মী, সচেতন নাগরিক কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তরা স্বাস্থ্যে অতিরিক্ত সচিব জেবুন্নেছা বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি তোলে। এরপর বেলা ১২টায় শহরের ঈদগাদ মাঠের সামনে মাদারীপুর প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি সুবল বিশ্বাস, সাধারণ সম্পাদক এম.আর. মুর্তজা, আরটিভির জেলা প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম ফরাজী, ডিবিসি’র মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস, সময় টিভির সাংবাদিক সঞ্জয় কর্মকার অভিজিৎ, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক আরাফাত হাসান, মাদারীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বেল্লাল রিজভী, সহ-সভাপতি রিপনচন্দ্র মল্লিক, প্রথম আলোর মাদারীপর প্রতিনিধি অজয় কুন্ডু প্রমুখ।
মানববন্ধনে মাদারীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বেল্লাল রিজভী বলেন, ‘সাহসী সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে তা কোন ভাবেই সরকার দায় এড়াতে পারে না। আমাদের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন রোজিনা ইসলামকে নাকি হেনস্তা করা হয়নি। মন্ত্রী এ কথা কিভাবে বলে? তিনি কি চোখে দেখেন না নাকি অন্যায়ের পক্ষে সাফাই গান তিনি। আমরা মুক্ত গণমাধ্যম চাই। একই সঙ্গে আমরা স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্যে অতিরিক্ত সচিব জেবুন্নেছা বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের চাই।’
মাদারীপুর প্রেসক্লাবের সিনিয়র যুদ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, ‘একজন সাহসী সাংবাদিক রোজিনার সঙ্গে যা ঘটেছে তা দেশের মানুষের কাছে আজ লজ্জার। সবাই স্বাস্থ্য বিভাগকে ধিক্কার জানাচ্ছে। সরকারের কাছে দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা। এমনকি যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করা। নয়তো সাংবাদিকরা চুপ থাকবে না। সাংবাদিকরা আন্দোলনে নেমেছে, আগামীতে তারা আরও কঠোর আন্দোলনের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবে।’
এ ছাড়া জেলার সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করেন সংগঠনটির নেতারা। এতে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের লেকপাড়ের শহীদ কানন চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে মাদারীপুর বন্ধুসভা।