সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
- আপডেট টাইম : ০৭:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ২৬৩ ৫০০০.০ বার পাঠক
নুরুল আমিন মিল্টন মল্লিক।
বরগুনা জেলা প্রতিনিধি। সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে পাথরঘাটা প্রেসক্লাবের উদ্যোগে রাসেল স্কয়ারে আজ সকাল ১০ টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক চৌধুরী ও ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জাফর ইকবাল এবং পাথরঘাটা উপজেলার প্রথম আলো পত্রিকার প্রতিনিধি পাথরঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব আমিন সোহেলসহ পাথরঘাটা তৃণমূল পর্যায়ের সকল সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তি সহ অনেকে অংশগ্রহণ করেন, এতে বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজদের চিহ্নিত করে অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সারা দেশের নির্যাতিত সাংবাদিকদের বিরুদ্ধে প্রত্যাহার করা হউক। একপর্যায়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি পাথরঘাটার রাসেল স্কয়ার থেকে শুরু করে পাথরঘাটা শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে পাথরঘাটা প্রেসক্লাব থেকে সমাপ্ত করেন।