রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ জানাল ক্রীড়া সাংবাদিকরা
- আপডেট টাইম : ০৯:২৪:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ২৬৫ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। মঙ্গলবার (১৮ মে) বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিবাদে অংশ নেন তারা।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে রিপোর্টার, ফটো সাংবাদিক, ক্যামেরাপার্সনরা স্টেডিয়ামের টার্ফে ক্যামেরা, বুম প্রতিবাদস্বরূপ নিচে রেখে প্রতিবাদ জানান। এ সময় বেশ কিছুক্ষণ সাংবাদিকরা হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানান। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা।
সোমবার (১৭ মে) সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে আটকে রেখে হেনস্তা করা হয়। প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানায় নেওয়া হয় রোজিনাকে। পরে তথ্য চুরির অভিযোগ এনে মামলা করা হয় তার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৮ মে) তাকে আদালতে নেওয়া হয়। রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান আদালত। আগামী বৃহস্পতিবার (২০ মে) তার জামিন শুনানি হবে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম এ নির্দেশ দেন।