জাজিরার উপস্থাপক বললেন, আমাদের চুপ করানো যাবে না
- আপডেট টাইম : ০৪:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ২৭৯ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
ইসরাইলি হামলায় মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেল গাজায় আল জাজিরা অফিস। একই ভবনে সংবাদ সংস্থা এপি’র অফিসও ছিল। আল–জাজিরার সাংবাদিক আল-কাহলাউত বলেন, এই ভবন থেকে আমি অনেক ঘটনার খবর প্রচার করেছি। এখানে সহকর্মীদের সঙ্গে আমাদের অনেক সুখস্মৃতি রয়েছে। কিন্তু মাত্র দুই সেকেন্ডে এটিকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। আল জাজিরা ভবনটি ধ্বংসের দৃশ্য সরাসরি প্রচার করে। চ্যানেলটির উপস্থাপক আবেগপূর্ণ ভাষায় বলেন, আমাদের চ্যানেলকে চুপ করানো যাবেনা। বার্তা সংস্থা এপি’র প্রধান নির্বাহী গ্যারি প্রুইট বলেছেন, এ আক্রমণে তারা স্তম্ভিত এবং আতংকিত হয়েছেন।
হামলার আগে ওই ভবনের মালিকের কাছে আগাম সতর্কবাণী দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। বলা হয়, জালা টাওয়ার নামে বহুতল ভবনটিতে আক্রমণ চালানো হবে। ভবন খালি করার জন্য মাত্র এক ঘন্টা সময় দেয়া হয়। অতিরিক্ত ১০ মিনিট চেয়ে একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাকে বার বার অনুরোধ করেন মালিক জাওয়াদ মেহেদি। কিন্তু কর্মকর্তাটি তা প্রত্যাখ্যান করেন।