সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের বাংলাবাজারে স্পিড বোর্ড – বাল্কহেড সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ২৫
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৩৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ২৮১ ৫০০০.০ বার পাঠক
মোঃ মাহামুদুল হাসান
মাদারীপুরের বাংলাবাজারে পুরাতন কাঠালবাড়ি ঘাট এলাকায় স্পিড বোর্ড – বাল্ক হেড সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই একটি স্পিডবোট বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। ঘাটের কাছাকাছি আসলে সকাল সাতটা নাগাদ একটি বাল্কহেডের পেছনের অংশের সাথে ধাক্কা লাগে স্পিড- বোর্ডটির। সঙ্গে সঙ্গে উল্টে যায় স্পিড- বোর্ডটি। এ সময় পাচ জন যাত্রী ঘাটে উঠে আসতে সক্ষম হন।
কাঠালবাড়ি নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত স্পিডবোটে তে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। তবে স্পিডবোট টি মাঝারি ধরনের ছিল। এখনো উদ্ধার অভিযান চলছে।
উল্লেখ্য এ ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরো খবর.......