সোনারগাঁয়ে ঈদ উপহার হিসেবে মিশুক অটো রিকশা পেলেন কাদির গঞ্জের হতদরিদ্র ফিরোজ মিয়া

- আপডেট টাইম : ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ৫০৯ ১৫০০০.০ বার পাঠক
আরিফুল ইসলাম শামিমঃ কাদির গঞ্জ গ্রামের শারীরিক অসুস্থ ফিরোজ মিয়া (৪৫) নামে এক হতদরিদ্রকে রিকশা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান ,ইউপি মেম্বার এবং ২০০০ ব্যাচের সম্মিলিত উদ্যোগে এবং অর্থায়নে । আজ সোমবার সকালে সোনারগাঁ থানার কাদিরগঞ্জ গ্রামে যৌথ অর্থায়নে পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ ওই হতদরিদ্রর হাতে ব্যাটারিচালিত রিকশার চাবি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মোঃ সেলিম রেজা, হাজী ইকবাল,আমান, নোয়াব, শিপন, জাকির, নুরুদ্দিন, ফারুক, নুরুজ্জামান, শাখাওয়াত হোসেন,ও জুয়েল রানা প্রমুখ।
জানা যায়, সোনারগাঁ উপজেলার কাদির গঞ্জ গ্রামের ছেলে হতদরিদ্র ফিরোজ মিয়া বিদেশ থেকে সর্বশ নিঃস্ব হয়ে বাংলাদেশে এসেছে । এ বিষয়টি নজরে আসে ২০০০ ব্যাচের শিক্ষার্থী জুয়েল রানার । এ সময় তার সাথে কথা হলে পরিবারের আর্থিক দৈন্যদশার কথা জানতে পারেন। পরে তার আয়-উপার্জনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে আজ ০৩ মে সোমবার হতদরিদ্র ফিরোজ মিয়ার হাতে ব্যাটারি চালিত রিক্সা তুলে দেন ।
রিকশা পেয়ে খুশি হয়ে ফিরোজ মিয়া বলেন, সংসারের খরচ চালানো আমার জন্য খুব কষ্টের ছিল। অনেক সময় না খেয়ে থাকতে হয়েছে। রিকশা থেকে যে আয় হবে তা দিয়ে আমার সংসার চালানো সহজ হবে। এ সময় তিনি সকলের জন্য দোয়া কামনা করেন।