সিলেটে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ জন নিহত
- আপডেট টাইম : ০৮:৪২:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ২ মে ২০২১
- / ৩০৫ ৫০০০.০ বার পাঠক
সিলেট রিপোর্ট।।
ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজনের মৃত্যু হয়েছে।সিলেটের জৈন্তাপুরে এই সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ফলে এই মৃত্যুর ঘটনা ঘটে।
আজ রবিবার ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকার এ ঘটনায় আরও দুজন আহত হন বলে জৈন্তাপুর থানার সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন- জৈন্তাপুরের পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে আটোরিকশাচালক হোসেন আহমদ (৩৫), রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩০), তার সাত বছরের শিশু ফাবিয়া বেগম ও চার মাস বয়সের শিশু শাহাদত হোসেন ও আত্বীয় হাবিবুন নেছা (৩৩)।
গুরুতর আহত জাকারিয়া আহমদ (৫০) ও তার স্ত্রী হাসিনা বেগমকে (৩৬) সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক ভোর সাড়ে ৬টার দিকে পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় আটোরিকশাটি। দুর্ঘটনায় ঘটনাস্থলই পাঁচ জনের মৃত্যু হয়। চালক ছাড়া চারজনই একই পরিবারের সদস্য।