করোনায় ব্রাজিলে মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৪১৭ জনের
- আপডেট টাইম : ০৬:৪৬:৪২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ২৮০ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
করোনায় ব্রাজিলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৪১৭ জনের। মৃত্যুর দিক দিয়ে যা বিশ্বে দ্বিতীয়। আর আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন।
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চার হাজার জনের মৃত্যুর পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনাভাইরাসের বিপদকে হেয়ালি করে এখন প্রবল সমালোচনার মুখে পড়েছেন। মহামারির শুরু থেকেই লকডাউন, মাস্ক ব্যবহারের বিরোধিতা করে আসছিলেন। মৃত্যু ও সংক্রমণের ভয়াবহ অবস্থার মধ্যেই টিকা সংকটের কারণে অনেক শহরে টিকাদান বন্ধ রাখা হয়েছে। এক পরিসংখ্যানে জানা গেছে, ২১২ মিলিয়ন জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
ব্রাজিলে মার্চ ও এপ্রিল মাসে এক লাখ মৃত্যুর রেকর্ড হয়েছে। মহামারি শুরুর পর এই দুই মাস দেশটিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।