সাধারণ ব্যবসায়িকরা বলেছেন,’বিএনপি ক্ষমতায় না গিয়েও করছেন চাঁদাবাজি ক্ষোভ প্রকাশ করলেন সাধারণ মানুষ ‘

- আপডেট টাইম : ০৫:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ৮ ৫০০০.০ বার পাঠক
দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন,বিএনপি ক্ষমতায় গেলে মাত্র দেড় বছরে দেড় কোটি দলের নেতাকর্মীদের চাকরি দেবে’।
মির্জা ফখরুল আলমগীর এই বক্তব্য নিয়ে সারা দেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে। হাসাহাসির অবস্থা এরকম পর্যায়ে গিয়ে ঠেকেছে যে, শুধু মানুষ নয়,পশু-পাখি এমনকি ঘোড়াও নাকি হাসতাছে।
আচ্ছা, আপনাদের কি মনে হয়? মির্জা সাহেব গাঁজা খান? গাঁজার ইফেক্ট থেকে মির্জার এই ডেলিভারি?
না,মোটেও না। তিনি খুব ভেবেচিন্তে,হিসেব করেই এই মন্তব্য করেছেন।
হাসিনা চলে যাওয়ার পর মির্জার দলীয় অন্ধ, বোবা, লুলা, কুদর্শন, সুদর্শন,বেটে, লম্বা, ক্লিন-আনক্লিন টাইপের যত নেতা-কর্মী আছে সবাই ছুরি-চাপাতি-অস্ত্র নিয়ে নিয়োগপত্র ছাড়াই চাকরিতে ঝাঁপিয়ে পড়েছে। এদের সংখ্যা দেড় কোটির বেশী ছাড়া কম হবেনা।
মির্জা সাহেব বোঝাতে চেয়েছেন,’তারা ক্ষমতায় আসলে অলরেডি কর্মরত ওই দেড় কোটি জনশক্তির ‘কর্ম-কান্ড’কে কেবল বৈধতা প্রদান করবে। নিয়োগপত্র দেবে।
ভিডিওটা দেখুন। শুনুন। তাহলেই মির্জা সাহেবের দেড় কোটি চাকরির মাজেজা একেবারে টিউবয়েলের পানির মতো ক্লিয়ার হয়ে যাবে।
সংগৃহীত কপি অম্বল ঠাকুর