ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

রাজধানীতে সন্ধ্যায় দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি

সিনিয়র সংবাদদাতা যারা হায়াৎ ছবি সংগ্রহীত
  • আপডেট টাইম : ০৭:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ৪৭ ১৫০০০.০ বার পাঠক

প্রায় দিনভর বেশ গরম শেষে সন্ধ্যায় বজ্রপাতসহ দমকা হাওয়া বয়ে যায় রাজধানী ঢাকায়। সেই সঙ্গে ছিল হালকা বৃষ্টি। ফলে গরম কিছুটা কমে আসে।

আজ শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়ার মধ্য দিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমে আসে রাজধানীতে।

আবহাওয়া অধিদপ্তরের আজকের নিয়মিত বুলেটিনে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েক জায়গায় বজ্রপাত, বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল।

উল্লেখ্য, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে কয়েক দিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহীতে ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের একটি বজ্রঝড় ঢাকার ওপর দিয়ে বয়ে গেছে। ৬টা ৪৮ মিনিটের দিকে দমকা বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৪০ কিলোমিটার। এ ধরনের ঝড় সচরাচর ৩০ মিনিটের মতো স্থায়ী হয়।

এ ধরনের বজ্রঝড়ের সময় পানিতে অবস্থান না করা, দরজা, জানালা বন্ধ রাখা, কংক্রিটের দেয়ালের সঙ্গে ঘেঁষে না দাঁড়ানো ও শিলাবৃষ্টির সময় শিলা কুড়াতে বাইরে না যাওয়ার পরামর্শ দেন এই আবহাওয়াবিদ।

এদিকে সন্ধ্যার দিকে দমকা হাওয়ার শুরু হলে রাস্তাঘাটে থাকা লোকজন দৌড়ে যে যেখানে পারেন, সেখানে নিরাপদ আশ্রয় নেন। ফুটপাতে বা খোলা আকাশের নিচে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা প্লাস্টিকের পর্দা, ত্রিপল দিয়ে তাঁদের পণ্যসামগ্রী ঢেকে বৃষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীতে সন্ধ্যায় দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি

আপডেট টাইম : ০৭:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

প্রায় দিনভর বেশ গরম শেষে সন্ধ্যায় বজ্রপাতসহ দমকা হাওয়া বয়ে যায় রাজধানী ঢাকায়। সেই সঙ্গে ছিল হালকা বৃষ্টি। ফলে গরম কিছুটা কমে আসে।

আজ শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়ার মধ্য দিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমে আসে রাজধানীতে।

আবহাওয়া অধিদপ্তরের আজকের নিয়মিত বুলেটিনে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েক জায়গায় বজ্রপাত, বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল।

উল্লেখ্য, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে কয়েক দিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহীতে ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের একটি বজ্রঝড় ঢাকার ওপর দিয়ে বয়ে গেছে। ৬টা ৪৮ মিনিটের দিকে দমকা বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৪০ কিলোমিটার। এ ধরনের ঝড় সচরাচর ৩০ মিনিটের মতো স্থায়ী হয়।

এ ধরনের বজ্রঝড়ের সময় পানিতে অবস্থান না করা, দরজা, জানালা বন্ধ রাখা, কংক্রিটের দেয়ালের সঙ্গে ঘেঁষে না দাঁড়ানো ও শিলাবৃষ্টির সময় শিলা কুড়াতে বাইরে না যাওয়ার পরামর্শ দেন এই আবহাওয়াবিদ।

এদিকে সন্ধ্যার দিকে দমকা হাওয়ার শুরু হলে রাস্তাঘাটে থাকা লোকজন দৌড়ে যে যেখানে পারেন, সেখানে নিরাপদ আশ্রয় নেন। ফুটপাতে বা খোলা আকাশের নিচে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা প্লাস্টিকের পর্দা, ত্রিপল দিয়ে তাঁদের পণ্যসামগ্রী ঢেকে বৃষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করেন।