নবীনগরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৫:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ৯ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার বনবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এড. এম এ মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ডাকসুর সাবেক ছাত্রনেতা তকদির হোসেন জসিম।
বক্তব্য রাখেন , কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া শিশির, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব আলী আজম জালাল, কবির আহমেদ ভূঁইয়া জেলা বিএনপির সদস্য, অনুষ্ঠানে ভার্চুয়াল এর মাধ্যমে যুক্ত হন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল করিম, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, আসাদুজ্জামান দুলাল, আবুল বাশার,
হাসিবুল হাদিছ শাহীন
সিনিয়র সহ সভাপতি নবীনগর পৌর বিএনপি। মোঃ শুকুর খান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক । চেয়ারম্যান হেলাল উদ্দিন, এম আর মুজিব চেয়ারম্যান ডাঃ মহিউদ্দিন, রহমত উল্লাহ ও উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার আহমেদ সঞ্চালনায় ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, আবু মুসা, সাইফুল ইসলাম সোহেল অনন্ত হীরা , মোঃ হিমেল , নবীনগর উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন ও সাংবাদিক বৃন্দ ও প্রমূখ।
বক্তারা বলেন, ৫ ই আগস্টের পর আওয়ামী লীগের দোসররা এখনো উৎপেতে আছে, তাদের থেকে সাবধান থাকতে হবে, কোন হাইব্রিড যেন বিএনপিতে জয়েন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং বিএনপির দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মী যদি কোন অপকর্ম করে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। নবীনগর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। প্রধান অতিথির বক্তব্যে বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট এম এ মান্নান তিনি হলেন অত্যন্ত সৎ মানুষ । তিনি নবীনগর সৎ নিষ্ঠাবান মনোভাব নিয়ে পুরো ব্রাহ্মণবাড়িয়া কাজ করে যাচ্ছেন ।