মুক্তিপণ দাবির ঘটনায় ভিকটিম উদ্ধার ঘটনার সাথে জড়িত ৫ গ্রেফতার ৫

- আপডেট টাইম : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৬ ৫০০০.০ বার পাঠক
অপহরণের পর মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ভিকটিম নয়নকে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৫ জনকে প্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। গত ২১ মার্চ শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম নয়ন দাসকে উদ্ধারসহ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে অপহরণে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়।গ্রেপতারকৃতরা হচ্ছে। অফসার মিয়া ওরুফে আফসার ওরুফে হৃদয় (৩০), নাজমুল হোসেন নিলয় (২৮),মোঃ সাব্বির হোসেন (২৭),মোঃ রুবেল মোল্লা (৩০), মোঃ মিলন মিয়া (২৫)।নাসিরনগরের ফান্দাউক বাজারে বিকাশ, কম্পিউটার ও মোবাইল সার্ভিসের দোকানে ব্যবসা করে রামু দাসের ছেলে নয়ন দাস। ১৬ মার্চ প্রতিদিনের ন্যায় সকাল আনুমানিক ০৯:৫৮ ঘটিকায় অজ্ঞাতনামা দুইজন বাক্তি মোবাইল ফোন ঠিক করানোর জন্য নয়ন দাসের দোকানে এসে একটি হাইয়েস গাড়িতে করে নয়ন দাসকে তুলে নিয়ে যায়। ঐদিন রাত পোনে ৯টার দিকে অজ্ঞাতনামা একটি মোবাইল নাম্বার থেকে নয়ন দাসের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে। কলটি তার মা রিসিভ করলে তারা নয়নকে অপহরণের কথা জানায় এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ১০ লক্ষ ঢাকা মুক্তিপণ দাবি করে বলে পুলিশকে খবর দিলে নয়নকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ১৯ মার্চ নয়ন দাসের বাবা রামু দাসের অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি অপহরণ ও চাঁদাদাবীর মামলা রুজু করা হয়।এ মামলার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামূল হক এর সার্বিক দিক নির্দেশনায় নাসিরনগর থানার একটি চৌকস পুলিশ টিম ভিকটিমকে উদ্ধারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে। পরবর্তী সময়ে ২১ মার্চ রাতে ঢাকার যাত্রাবাড়ি থানা এলকায় অভিযান পরিচালনা করে আসামী নাজমুল হোসেন নিলয় (২৮), ও মোঃ সাব্বির হোসেন (২৭) দ্বয়’কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে ডিএমপি’র কদমতলী থানার দনিয়া এলাকায় একটি বাসা থেকে আসামী আফসার মিয়া এর হেফাজত হতে অপহৃত ভিকটিম নয়ন দাসকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য মতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা হতে অপহরণে ব্যবহৃত হাইয়েদ গাড়ি যাহার নং ঢাকা মেট্রো-চ-১৪-২৭৭৪ উদ্ধার পূর্বক জব্দ করে গাড়ি চালক মোঃ রুবেল মোল্লা (৩০) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মতে নাসিরনপ্ত থানা এলাকায় আরেকটি আভিযানিক টিম নাসিরনগর থানাধীন ফান্দাউক এলাকা হতে অপহরণের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী আসামী মোঃ মিলন মিয়া (২৫) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা সংঘবদ্ধ অপহরণ চক্রর সদস্য আসামীর দীর্ঘদিন যাবত ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে অপহরণ করে ক্লোন করা সীম ব্যবহার করে মুক্তিপন আদায় করে আসছে। গ্রেফতারকৃতদের মধ্যে আসামী অফসার মিয়া অফসার হদয় অত্র ঘটনার মূল পরিকল্পনাকারী ও দলনেতা হিসেবে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রত্রিনয়াধীন আছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় প্রড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।