ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
৩ মাসেও পূর্ণাঙ্গ হয়নি বাফুফের কমিটি গাজা স্টাইলে’ পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরাইল ৬ দাবি নিয়ে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বিপ্লব হত‍্যা মামলার আসামীদের সাথে তার পিতা খালেকের সখ্যতা, খালেক এ মামলায় বাদি হয়নি,এজন্য সাংবাদিক লাবু বাদি হওয়ায় তাকে অপহরণ করে হাত-পা ভাঙ্গালেন খালেক ও আ’লীগ-জাপা সন্ত্রাসীরা দারুল আশরাফ মাদ্রাসায় ফুজালা সম্মেলন অনুষ্ঠিত কালিয়াকৈরে কারখানায় হামলা ও কর্মকর্তাদের মারধরের অভিযোগে আটক ১৯ মঠবাড়িয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় তারেক রহমানের পক্ষে অনুদান দেশ নায়ক তারেক রহমান এর নির্দেশে মঠবাড়ীয়া পৌরসভা ১নং ওয়ার্ডের সাবেক ছাত্রনেতা ও যুবদলের যুগ্ন আহবায় রিপন মুন্সি,শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁওয়ে পিস্তলসহ গ্রেফতার-১. পুলিশের সংবাদ সম্মেলন, স্ত্রী বলছে পরিকল্পিত ঘটনা ১২ দেশে হচ্ছে টিউলিপের অর্থপাচারের তদন্ত

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বিপ্লব হত‍্যা মামলার আসামীদের সাথে তার পিতা খালেকের সখ্যতা, খালেক এ মামলায় বাদি হয়নি,এজন্য সাংবাদিক লাবু বাদি হওয়ায় তাকে অপহরণ করে হাত-পা ভাঙ্গালেন খালেক ও আ’লীগ-জাপা সন্ত্রাসীরা

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৮:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩ ৫০০০.০ বার পাঠক

নিজস্ব প্রতিবেদক : গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত বিপ্লব হত্যা মামলায় তার পিতা খালেক আদালতে বাদী না হওয়ার কারণে মানবাধিকার এর যুগ্ম সম্পাদক ও জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার দায়িত্বপ্রাপ্ত সমগ্র বাংলা দেশের মফস্বল সম্পাদক লাবু মিয়া উক্ত সংঘটিত হত্যাকাণ্ডে 5মাস অতিবাহিতের পর নিহতের পিতা বাদি না হওয়ায় তার প্রাথমিক মৌনসম্মতিতে

গাজীপুর জেলার শ্রীপুর সিনিয়র আদালত-1 লাবু মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট আদালত মামলাটি আমলে নিয়ে শ্রীপুর থানা কর্মকর্তাকে
এফ আই আর এর আদেশ দেন।
এরপরই শুরু হয় বাদি লাবু মিয়ার বিরুদ্ধে নিহতের পিতা খালেক ও হত্যা মামলার আসামী আ’লীগ-জাপা সন্ত্রাসীদের যোগসাজসে নানা ষড়যন্ত্র আর মামলাটি বাঞ্চাল করার নীলনকশা ও অপচেষ্টা।
তারই ফলশ্রূতিতে গত আটাশ জানূয়ারি নিহত বিপ্লবের পিতা খালেক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাদি লাবু মিয়া।
আর ধনবাড়ী উপজেলার কদমতলী গ্রামে সা;বাদিক লাবু মিয়া যাওয়ার পর তাকে মামলা না চালানোর জন্য খালেক মিয়া হুমকি প্রদর্শন করে স্বাক্ষর ও ভিডিও ধারণ
করানো হয়।
ঐরাতে খালেক মিয়া আ’লীগ-জাপা সন্ত্রাসীদের কাছে থেকে সুবিধা গ্রহন করে সা;বাদিক লাবু মিয়াকে পথিমধ‍্যে রাতে মোটরসাইকেল চালানো অবস্থায় নামিয়ে একটি জিপ গাড়ি ও প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা জোরপূর্বক গাড়িতে তোলে নিয়ে, লাবু মিয়াকে চোখ, হাত-পা বেধে বেধড়ক মারপিট করতে থাকে।
এ সময় লাবু মিয়ার ডান হাত ও ডান পা ভেঙ্গে ফেলে।
মৃত ভেবে সন্ত্রাসীরা হাত-পা-চোখ বাধাবস্থায় লাবু মিয়াকে মিজাপুর উপজেলার জামুকি মহাসড়কের এক পাশে রেখে চলে যায়।
রাতে আনুমানিক বারোটায় গামেন্টস শ্রমিকরা লাবু মিয়াকে ঊদ্ধার করে।
নিশৃ;স এ ঘটনার পর থেকে নিহত বিপ্লব এর পিতা খালেক পলাতক রয়েছে।
এদিকে, আওয়ামী লীগের দালাল ধনবাড়ি উপজেলা কর্মকর্তা নিহত বিপ্লবের পিতা খালেক ও মামলার আসামীদের সঙ্গে সখ্যতা সৃষ্টি করিয়ে মামলাটি বাঞ্চালের অপচেষ্টা অব‍্যাহত রেখেছে।
এ অপহরণে ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধনবাড়ী, টাঙ্গাইল ও গাজীপুরে। এই ভয়ংকর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সর্বমহলে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বিপ্লব হত‍্যা মামলার আসামীদের সাথে তার পিতা খালেকের সখ্যতা, খালেক এ মামলায় বাদি হয়নি,এজন্য সাংবাদিক লাবু বাদি হওয়ায় তাকে অপহরণ করে হাত-পা ভাঙ্গালেন খালেক ও আ’লীগ-জাপা সন্ত্রাসীরা

আপডেট টাইম : ০৮:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত বিপ্লব হত্যা মামলায় তার পিতা খালেক আদালতে বাদী না হওয়ার কারণে মানবাধিকার এর যুগ্ম সম্পাদক ও জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার দায়িত্বপ্রাপ্ত সমগ্র বাংলা দেশের মফস্বল সম্পাদক লাবু মিয়া উক্ত সংঘটিত হত্যাকাণ্ডে 5মাস অতিবাহিতের পর নিহতের পিতা বাদি না হওয়ায় তার প্রাথমিক মৌনসম্মতিতে

গাজীপুর জেলার শ্রীপুর সিনিয়র আদালত-1 লাবু মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট আদালত মামলাটি আমলে নিয়ে শ্রীপুর থানা কর্মকর্তাকে
এফ আই আর এর আদেশ দেন।
এরপরই শুরু হয় বাদি লাবু মিয়ার বিরুদ্ধে নিহতের পিতা খালেক ও হত্যা মামলার আসামী আ’লীগ-জাপা সন্ত্রাসীদের যোগসাজসে নানা ষড়যন্ত্র আর মামলাটি বাঞ্চাল করার নীলনকশা ও অপচেষ্টা।
তারই ফলশ্রূতিতে গত আটাশ জানূয়ারি নিহত বিপ্লবের পিতা খালেক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাদি লাবু মিয়া।
আর ধনবাড়ী উপজেলার কদমতলী গ্রামে সা;বাদিক লাবু মিয়া যাওয়ার পর তাকে মামলা না চালানোর জন্য খালেক মিয়া হুমকি প্রদর্শন করে স্বাক্ষর ও ভিডিও ধারণ
করানো হয়।
ঐরাতে খালেক মিয়া আ’লীগ-জাপা সন্ত্রাসীদের কাছে থেকে সুবিধা গ্রহন করে সা;বাদিক লাবু মিয়াকে পথিমধ‍্যে রাতে মোটরসাইকেল চালানো অবস্থায় নামিয়ে একটি জিপ গাড়ি ও প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা জোরপূর্বক গাড়িতে তোলে নিয়ে, লাবু মিয়াকে চোখ, হাত-পা বেধে বেধড়ক মারপিট করতে থাকে।
এ সময় লাবু মিয়ার ডান হাত ও ডান পা ভেঙ্গে ফেলে।
মৃত ভেবে সন্ত্রাসীরা হাত-পা-চোখ বাধাবস্থায় লাবু মিয়াকে মিজাপুর উপজেলার জামুকি মহাসড়কের এক পাশে রেখে চলে যায়।
রাতে আনুমানিক বারোটায় গামেন্টস শ্রমিকরা লাবু মিয়াকে ঊদ্ধার করে।
নিশৃ;স এ ঘটনার পর থেকে নিহত বিপ্লব এর পিতা খালেক পলাতক রয়েছে।
এদিকে, আওয়ামী লীগের দালাল ধনবাড়ি উপজেলা কর্মকর্তা নিহত বিপ্লবের পিতা খালেক ও মামলার আসামীদের সঙ্গে সখ্যতা সৃষ্টি করিয়ে মামলাটি বাঞ্চালের অপচেষ্টা অব‍্যাহত রেখেছে।
এ অপহরণে ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধনবাড়ী, টাঙ্গাইল ও গাজীপুরে। এই ভয়ংকর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সর্বমহলে।