কুমিল্লার সীমান্তে এক যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট টাইম : ০৩:০৫:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
- / ৬ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। যুবকের শরীরে বুট জুতার আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তের কটকবাজার থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ব্যক্তি হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর মাজার এলাকার মৃত কাজী নজির মিয়ার ছেলে কাজী ছবির (৪২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছবির হোসেন কোনো অবৈধ কাজের সাথে জড়িত নয়। সে ওই জায়গায় মূলত খেজুরের রস খাওয়ার জন্য যায়। সে যেই জায়গায় খেজুরের রস খেতে যায়, ওই স্থানে একটি ফসলি জমি করার জন্য পানির মেশিন ঘর রয়েছে। ওই স্থান দিয়ে মাদকসহ অবৈধ মালামাল আসে। ধরণা করা হচ্ছে, সে অবৈধ মালামাল ও মাদক আনার দৃশ্য দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতের বেলায় সীমান্তের দিকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শোনা গেলেও কেউ তখন তাকে বাঁচাতে আসেনি। পরবর্তীতে সকাল বেলায় বিজিবি ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পায়।
বিবির বাজারের বিজিবি সুবেদার ওসিবুর রহমান বলেন, একটি মরদেহ অবস্থায় আমরা সীমন্তের নিকটবর্তী জায়গায় পাই। পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্তের জন্য কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী বলছেন মরদেহের শরীরে বুট জুতার আঘাত ছাড়াও নিলাফুলা মারাত্মক জখম রয়েছে।
ওই স্থানে বিজিবির লোক ছাড়া কেহ প্রবেশ করতে পারেন না।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।