জলসুখায় শ্যামানন্দ আশ্রমের সেবায়েত গোপীকা রঞ্জন চক্রবর্ত্তী কে অপসারণ
- আপডেট টাইম : ০৬:৩৭:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৩ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৩১শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ঘটিকায় ইউনিয়ন পরিষদের মাঠ ময়দানে শ্যামানন্দ আশ্রমের সেবায়েত অপসারণের জন্য জলসুখা ইউনিয়নে সনাতনধর্মালম্বীর লোকজন সহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন উক্ত সভায় সভাপতি করেন জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলু মিয়া ও রাজু রায়ের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন শ্যামানন্দ আশ্রমের সেবায়েত গোপীকা রঞ্জন চক্রবর্ত্তী চারিত্রিক ও আচার ব্যাবহার নিয়ে আলোচনা করলে তাহারা বলেন গোপীকা রঞ্জন চক্রবর্ত্তী চারিত্রিক দিক দিয়ে ভাল না বিভিন্ন অভিযোগ রয়েছে, মূখের ভাষা খারাপ,এলাকায় হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে রাখে,শ্যামানন্দ আশ্রমের নাম ভাঙ্গিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে । এই দুষ্কৃতিকারী শ্যামানন্দ আশ্রমের সেবায়েত গোপীকা রঞ্জন চক্রবর্ত্তী হাতে থেকে পরিত্রান পাওয়ার জন্য সনাতনধর্মলম্বীরা জেলা প্রশাসকের কার্যালয় ও আজমিরীগঞ্জ উপজেলা ইউ এন ও বরাবর অপসারণের জন্য দরখাস্ত পেরন করেন। সভায় সবার সম্মতিক্রমে শ্যামানন্দ আশ্রমের সেবায়েত গোপীকা রঞ্জন চক্রবর্ত্তী অপসারণ করে, ভারপ্রাপ্ত সেবায়েত অমিয় আচার্য্যকে দায়িত্ব দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শ্যামানন্দ আশ্রমের উপদেষ্টা পক্ষজ ভট্টাচার্য , হিমাংশু চক্রবর্তি, সচিন্ড চন্দ্র গোপ , অন্নদা গোপ, , ভানু রায় ও কমিটির সভাপতি কালীপদ পাল, সহসভাপতি অমৃতলাল গোপ, পোস্ট দেব, রনজিত দেব নাথ, রাকেশ গোপ, , সাধারণ সম্পাদক বসু গোপ,সহ সাধারণ সম্পাদক অপূর্ব চেীঃ,নিতেশ গোপ, নীলকান্ত সূত্র, যুগ্ম সম্পাদক বিধান রায়, প্রমোদ দেব, কোষাদক্ষ দেবাশিষ রায়, প্রচার সম্পাদক
অসিত রায়, সদস্য শৈলেন্দ্র রায়, জয়হরি সরকার, সুব্রত রায়,রাজিব গোপ, বাবুল দাশ, অসত দেব, প্রমুখ।এবং ইউনিয়নের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ।