অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা
- আপডেট টাইম : ০৪:৪১:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৫ ৫০০০.০ বার পাঠক
পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘনকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে পরিচালিত এ.বি.সি ব্রিকস ইটভাটার মালিকের ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালিত করেন।
অভিযানের সময় দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার না করে অবৈধ পদ্ধতিতে ইট পোড়াচ্ছিল। পাশাপাশি, এসব ভাটার কোনো বৈধ লাইসেন্স ছিল না।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, “পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় আমরা এই ইটভাটার মালিকের ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অবৈধ ইটভাটা বায়ুদূষণের পাশাপাশি কৃষিজমি ও এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে।