আজমিরীগঞ্জ শিবপাশায় ফেইসবুকে পোস্ট নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- আপডেট টাইম : ০৪:৫৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ৩ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ফেইসবুকে পোস্ট কে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটে।জানা যায়, আজমিরীগঞ্জ শিবপাশা পশ্চিমভাগ গ্রামের রনি মিয়া নামের এক ব্যক্তির ফেইসবুকে আপত্তিকর পোস্ট কে কেন্দ্র করে মোঃ মুহিত মিয়া ও মোঃ অলি মিয়া দুই গ্রুপের মধ্যে আজ সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রায় এক ঘন্টা সংঘর্ষে অলি গ্রুপ ও মুহিত মিয়া গ্রুপের লোকজন প্রায় অর্ধ শতাধিক আহত হয়।আহতদের কে উপজেলা ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে,আজমিরীগঞ্জ শিবপাশা পুলিশ ফাঁড়ির একটি টিম দেশীয় অস্ত্র জব্দ করে,ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন,ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয় এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈদূল হাছান বলেন, এই বিষয়ে কোন মামলা হয়নি, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।