হরিরামপুরে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরার দায়ে জরিমানা
- আপডেট টাইম : ০৩:০৭:৫৬ অপরাহ্ণ, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ২৭৫ ৫০০০.০ বার পাঠক
মানিকগঞ্জের জেলা প্রতিনিধি।।
মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি নির্দেশনা অমান্য করা, মাস্ক পরিধান না করা এবং একটি দোকানে লোকজন নিয়ে আড্ডা দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
৫ এপ্রিল (সোমবার) বিকেলে উপজেলার ঝিটকা বাজারে মাস্ক পরিধান না করার অপরাধে ৩ জনকে এবং স্বাস্থ্যবিধি না মেনে দোকানে লোকজন নিয়ে আড্ডা দেয়ার অপরাধে এক দেকানদারসহ মোট ৪জনকে ৭০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এ অভিযান প্রসঙ্গে তিনি মুঠোফোনে জানান,
“দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ অভিযান কেবল দিনেই নয়, রাতেও চলবে। এছাড়াও সরকার ঘোষিত সাত দিনের কঠোর নির্দেশনা যেন জনগণ সঠিকভাবে পালন করে, সে জন্য আমাদের নজরদারিও কঠোরভাবে অব্যাহত থাকবে।