সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ণ, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ২৩১ ৫০০০.০ বার পাঠক
মোঃ মাহামুদুল হাসান, প্রতিনিধি, মাদারীপুর।।
বাংলাদেশে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আক্রান্ত ও মৃত্যু উভয়ের সংখ্যাই ছাড়িয়ে যাচ্ছে গত দিনের রেকর্ড। সম্প্রতি সংক্রমণ প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে লকডাউন। কিন্তু কোন ক্রমেই কমানো যাচ্ছে করোনার এই ২য় ঢেউয়ের সংক্রমণ। সারা দেশের মতো মাদারীপুরেও প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন শনাক্ত হয়েছে ২২ জন। এর মধ্যে সদরে ২০, রাজৈরে ১ ও শিবচরে ১ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩১ টি। এছাড়াও এ পর্যন্ত জেলায় মোট সনাক্তের সংখ্যা ১৮৬২ জন। যার মধ্যে সদরে ৮৯২, কালকিনি ২৫৩, রাজৈর ৪১২ ও শিবচরে ৩০৫ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৮০৪ টি। মোট সুস্থ হয়েছে ১৬৯৪ জন। জেলায় মোট মৃত্যুবরন করেছেন ২২ জন। বর্তমানে মোট চিকিৎসাধীন আছেন ১৪৬ জন। যার মধ্যে হাসপাতালে আছে ২ ও বাড়িতে ১৪৪ জন। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলেন যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা সত্যিই উদ্বেগজনক। করোনা সংক্রমণ প্রতিরোধে তারা সবাইকে মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব মেনে চলতে আহবান জানান। এছাড়াও তারা আরও জানান বিগত দিনগুলোতে মাদারীপুরে করোনা সংক্রমণ কিছুটা কম ছিল কিন্তু এখন প্রতিদিনই তা বেড়ে চলেছে। উল্লেখ্য করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা ২৯ টি জেলার মধ্যে রয়েছে মাদারীপুর জেলা।
আরো খবর.......