ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
রায়পুরে দেশীয় শিল্প ও পণ্য মেলায় ভ্রাম্যমান আদালত, নগদ অর্থদণ্ড কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মোংলায় জলবায়ু ন্যায্যতার গণসংলাপে বক্তারা : সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের সুরক্ষা দিন অভিনব কায়দায় কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ আটক ০২ নারী মঠবাড়ীয়া সাফলেজা কচুবাড়ীয়া বসত ঘর ভাঙচুর লুটপাট ও যখম এর অভিযোগ আঃ খালেক হাওলাদার গংদের বিরুদ্ধে দুর্নীতির আখড়া বরগুনার পাসপোর্ট অফিস, দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট কাশেমপুর থানায় অভিযোগ করতে গিয়ে বিট্টিমরাই স্কুল ছাত্র মোঃ রাব্বি নিজ খালাকে আটকিয়ে ? ওসি সাইফুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময় তাদের আসামি করে গ্রেফতার দেখান আনন্দবাজারকে ডা. শফিকুর রহমান কোনও রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস দেশবাসীকে ফের কাঁদালেন শহিদ নাফিজের মা

ইরানে চালানো প্রতিশোধ অভিযানের যে নাম দিল ইসরাইল

আন্তর্জাতিক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৫:৪০:৪৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ৩৬ ৫০০০.০ বার পাঠক

ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) বলছে, গত ১ অক্টোবর ইরানের ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শনিবার রাতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব। ইরানের অভিযানের নাম ছিল ‘অপারেশন ট্রু প্রমিজ-২’। আর ইসরাইল তাদের অভিযানের নাম দিয়েছে, ডে’স অব রিপেন্টেনস অর্থ্যাৎ ইরানের জন্য ‘অনুতাপের দিন’।

শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল

ইরানে হামলা সম্পর্কে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, ইসরাইল থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে হামলায় যুদ্ধ বিমান, জ্বালানি পরিবহণ এবং গোয়েন্দা বিমানসহ কয়েক ডজন বিমান অংশ নেয়। জটিল এই অভিযানের পর সব বিমান নিরাপদে ইসরাইলে ফিরে আসতে সক্ষম হয়।

এতে আরো বলা হয়েছে, ইরানের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়। এসব হামলা বিমান প্রতিরক্ষা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সামরিক কেন্দ্রগুলোর ওপর হামলা চালানো হয়েছে।

এর আগে ১৪ এপ্রিল ইসরাইলে হামলা করেছিল ইরান। ওই মাসেই ইরানে পাল্টা হামলা চালায় ইসরাইল। এরপর ১লা অক্টোবর ইসরাইলে ফের হামলা চালায় তেহরান। এবার প্রায় ৪ সপ্তাহের মাথায় ইরানের হামলা জবাব দিল তেল আবিব।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ইসরাইলের ওপর হামলা ইরানে বিমান অভিযানের ব্যাপক স্বাধীনতা দিয়েছে। ইরানের কোথায় কোথায় আক্রমণ চালানো যাবে সেটা নিয়ে বৃহৎ পরিকল্পনা আছে। ভবিষ্যতে আক্রান্ত হলে প্রয়োজন হলে ওই সব লক্ষ্যবস্তুতে হামলা করা হবে’।

ইসরাইলের অভিযানের ইরানের ক্ষয়ক্ষতি সময়মতো প্রকাশ করা হবে বলছে আইডিএফ। একইসঙ্গে সংস্থাটি বলেছে, ইরান ইসরাইলের উপর হামলার জন্য মূল্য দিয়েছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, আইডিএফ এখন ইরানি আক্রমণের সম্ভাব্য সতর্কতা এবং মূল্যায়ন নিয়ে কাজ করছে। যদিও এখন পর্যন্ত, বেসামরিক নাগরিকদের জন্য কোনো বিশেষ নির্দেশনা জারি করেনি নেতানিয়াহু সরকার।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইরানে চালানো প্রতিশোধ অভিযানের যে নাম দিল ইসরাইল

আপডেট টাইম : ০৫:৪০:৪৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) বলছে, গত ১ অক্টোবর ইরানের ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শনিবার রাতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব। ইরানের অভিযানের নাম ছিল ‘অপারেশন ট্রু প্রমিজ-২’। আর ইসরাইল তাদের অভিযানের নাম দিয়েছে, ডে’স অব রিপেন্টেনস অর্থ্যাৎ ইরানের জন্য ‘অনুতাপের দিন’।

শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল

ইরানে হামলা সম্পর্কে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, ইসরাইল থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে হামলায় যুদ্ধ বিমান, জ্বালানি পরিবহণ এবং গোয়েন্দা বিমানসহ কয়েক ডজন বিমান অংশ নেয়। জটিল এই অভিযানের পর সব বিমান নিরাপদে ইসরাইলে ফিরে আসতে সক্ষম হয়।

এতে আরো বলা হয়েছে, ইরানের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়। এসব হামলা বিমান প্রতিরক্ষা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সামরিক কেন্দ্রগুলোর ওপর হামলা চালানো হয়েছে।

এর আগে ১৪ এপ্রিল ইসরাইলে হামলা করেছিল ইরান। ওই মাসেই ইরানে পাল্টা হামলা চালায় ইসরাইল। এরপর ১লা অক্টোবর ইসরাইলে ফের হামলা চালায় তেহরান। এবার প্রায় ৪ সপ্তাহের মাথায় ইরানের হামলা জবাব দিল তেল আবিব।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ইসরাইলের ওপর হামলা ইরানে বিমান অভিযানের ব্যাপক স্বাধীনতা দিয়েছে। ইরানের কোথায় কোথায় আক্রমণ চালানো যাবে সেটা নিয়ে বৃহৎ পরিকল্পনা আছে। ভবিষ্যতে আক্রান্ত হলে প্রয়োজন হলে ওই সব লক্ষ্যবস্তুতে হামলা করা হবে’।

ইসরাইলের অভিযানের ইরানের ক্ষয়ক্ষতি সময়মতো প্রকাশ করা হবে বলছে আইডিএফ। একইসঙ্গে সংস্থাটি বলেছে, ইরান ইসরাইলের উপর হামলার জন্য মূল্য দিয়েছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, আইডিএফ এখন ইরানি আক্রমণের সম্ভাব্য সতর্কতা এবং মূল্যায়ন নিয়ে কাজ করছে। যদিও এখন পর্যন্ত, বেসামরিক নাগরিকদের জন্য কোনো বিশেষ নির্দেশনা জারি করেনি নেতানিয়াহু সরকার।