সংবাদ শিরোনাম ::
সাভার থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার; ১ মাদক ব্যবসায়ী আটক

সময়ের কন্ঠ রিপোর্ট
- আপডেট টাইম : ০১:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / ৪২ ৫০০০.০ বার পাঠক
অদ্য ২৫/১০/২০২৪ খ্রিঃ তারিখ রাত্রি ২.১৫ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন আমিনবাজার সাকিনস্থ বড়দেশী বৈশারটেক ওয়ার্ড নং-৩, ব্লক-সি জনৈক আজগর মেম্বার এর সেমিপাকা ছাপড়া টিনশেড উত্তর পার্শ্বের আসামী মোসাঃ অজফুা (৫৬) এর বসত ঘরের খাটের নিচ হতে মোট ১ কেজি ৯০০ গ্রাম, মূল্য ৫৭,০০০/-টাকা এবং একটি পুরাতন গাঁজা পরিমাপ করার যন্ত্র সহ মাদক ব্যবসায়ী মোসাঃ অজুফা (৫৬), পিতা-মৃত এফাজ মাওলানা, স্থায়ী-(চেংটী), থানা- বীরগঞ্জ, জেলা-দিনাজপুর,
এ/পি-(বড়দেশী বৈশারটেক ওয়ার্ড নং-৩, ব্লক-সি, জনৈক আজগর মেম্বার এর ভাড়াটিয়া) , থানা-সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করে সাভার থানার এফআইআর নং-৫০, তারিখ-২৫ অক্টোবর, ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা হয়।
আরো খবর.......