কালিয়াকৈরে তিন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট টাইম : ০৩:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ৭০ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈরে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মুদি দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওই দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকায় উপজেলার সফিপুর বাজারের মুদি ব্যবসায়ী পল্টন সাহা, আফাজ উদ্দিন ও হানিফ মিয়াকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।
কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বাজারে গত কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আসছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) দিল আফরোজ।
এরই ধারাবাহিকতায় উপজেলার সফিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ওইসব দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকায় মুদি দোকানি পল্টন সাহা, আফাজ উদ্দিন ও হানিফ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ এই রায় প্রদান করেন।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।