রাশিয়ার সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের ১,৮০০ সেনা নিহত
- আপডেট টাইম : ০২:৫৪:৫০ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ৩১ ৫০০০.০ বার পাঠক
রাশিয়ার সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের ১,৮০০ সেনা নিহত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সাফল্য এবং ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের অগ্রগতির তথ্য জানিয়েছে।
রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানানো তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ১,৮০০ এর বেশি সেনা নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ইউগ ব্যাটলগ্রুপ দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) দোব্রোভলিয়ে এলাকায় ইউক্রেনের একটি ব্রিগেডকে পরাজিত করেছে এবং ইউক্রেনের একটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। এতে ইউক্রেনীয় বাহিনীর ৬৪৫ জন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
রাশিয়ার সেভের কমব্যাট গ্রুপের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনীর প্রায় ৯০ জন সেনা নিহত করেছে।
রাশিয়ার সেন্টার ব্যাটলগ্রুপ ডিপিআর-এ ইউক্রেনের পাঁচটি ব্রিগেডকে পরাজিত করেছে এবং ৯টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। এতে ইউক্রেনের ৪৬০ সেনা নিহত হয়েছে।
রাশিয়ার জাপাদ কমব্যাট গ্রুপের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের ৪৫০ জন সেনা নিহত হয়েছে।
এছাড়াও রাশিয়ার ডেনপার ব্যাটলগ্রুপ ইউক্রেনের দুটি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে এবং এতে ইউক্রেনের ৫০ জন সেনা নিহত হয়েছে।
অন্যদিকে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের পাঁচটি মার্কিন HIMARS শেল এবং ১৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি।