নবাবগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০২:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ১০৩ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জের সরকারি পাইলট স্কুল মাঠে মঙ্গলবার (৮ অক্টোবর ) সকালে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম , এ সময় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা , নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ (ডাবলু) , নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ , আনিসুর রহমান এবং স্কুল , মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় এর প্রধান ও ক্রীড়া শিক্ষক সহ অনেকে উপস্থিত ছিলেন ।
পরে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা ।