পাঁচলাইশ থানা’ধীন বাদুরতলায় সন্ত্রাসী চাঁদাবাজদের হামলায় কোম্পানি আনসার ভিডিপি সদস্য গুরুতর আহত – আইনগত ব্যবস্থা জরুরী
- আপডেট টাইম : ০৮:৩৬:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৪ ৫০০০.০ বার পাঠক
আনসার ভিডিপি সদস্য -মোঃ আরমান রনি (৩৮), পিতা-মৃত আব্দুল লতিফ (কমান্ডার) সাং-আরকান রোড,বাদুরতলা,লতিফ কমান্ডারের বাড়ি, থানা-পাঁচলাইশ,চট্টগ্রাম
তিনি অভিযোগ করেন তাহার উপর হামলাকারী সন্ত্রাসীগণ হলেন
১। সাদ্দাম হোসেন বুইস্যা ২৮) পিতা-অজ্ঞাত, সাং-ফরিদের পাড়া, ফরিদ কলোনী, থানা-চান্দগাঁও, -চট্টগ্রাম, বর্তমানে-মোহাম্মদপুর, ২। বাবুল ৩০) পিতা-অজ্ঞাত, সাং-বাদুরতলা, লোহা কলোনী, ডায়মন্ড ক্লাবের বিপরীতে,, ৩। পারভেজ ২৮) পিতা-অজ্ঞাত, সাং-বাদুরতলা, লোহা কলোনী, ডায়মন্ড ক্লাবের বিপরীতে,
৪। মোঃ সাবু ২৭) পিতা-অজ্ঞাত, সাং-বাদুরতলা, লোহা কলোনী, ডায়মন্ড ক্লাবের বিপরীতে, সর্ব থানা-পাঁচলাইশ,- জেলা চট্টগ্রাম,
৫। সালাউদ্দিন ৩৫) পিতা-মোজাম্মেল, সাং-উদুর পাড়া, কবির কন্ট্রাক্টর এর বাড়ী, ৬। কুতুব উদ্দিন রাহাত ৩৪) পিতা-মোহাম্মেল, সাং-উদুর পাড়া, কবির কন্ট্রাক্টর এর বাড়ী, উভয় থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম’সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী
গত ২৫ আগস্ট ২৪ইং তারিখ বিকাল ৪.টার সময়
পাঁচলাইশ থানাধীন বাদুরতলা ডায়মন্ড ক্লাবের সামনে রাস্তায়
উক্ত সন্ত্রাসীগণ সহ তাদের সহযোগী অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী বাদুরতলা ডায়মন্ড ক্লাবের সামনে টেম্পু স্ট্যান্ড ও ফুটপাতের ভাসমান দোকানে চাঁদাবাজি করত-রনি ঘটনার কিছুদিন আগে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ১-৬নং ব্যক্তিদেরকে চাঁদা নিতে বাধা দেওয়ায় রনির সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়- উক্ত বিরোধের জের ধরে গত ২৫ আগস্ট ২৪ইং তারিখ বিকাল ৪.টায় ঘটনাস্থল বাদুরতলা ডায়মন্ড ক্লাবের বিপরীতে রনি হেঁটে কাপাসগোলা যাওয়ার পথে উপরোক্ত ১-৬নং ব্যক্তিগণ সহ তাদের সহযোগী অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী রনির পথরোধ করে রনিকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে-তখন সন্ত্রাসীরা রনির মুখে এলোপাতাড়ি ঘুষি মারলে রনির ৩টি দাঁত পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। রনির ছেলের বিমানের টিকেট ক্রয়ের জন্য রনির প্যান্টের পকেট থাকা পঞ্চাশ হাজার টাকা তখন সন্ত্রাসীরা নিয়ে যায়-রনির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা রনিকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়-পরে উপস্থিত লোকজন আহত অবস্থায় রনিকে হাসপাতালে নিয়ে যায়- চিকিৎসা শেষে রনি হামলাকারী সন্ত্রাসীদের নামে উক্ত ঘটনার বিষয়ে ১-৬নং ব্যক্তিগণ সহ তাদের সহযোগী অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসীদের বিরুদ্ধে পাঁচলাইশ থানার মামলা নং(৩৩) তাং ৩০ আগস্ট ২৪ইং দায়ের করেন রনির উপর হামলাকারী সন্ত্রাসী চঁদাবাজদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে রনি এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন- বর্তমানে সন্ত্রাসীরা মামলা প্রত্যাহারের জন্য রনিকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে যাচ্ছে।