ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

- আপডেট টাইম : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৬ ১৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক একরামুল হকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
অনিয়ম, দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ এনে প্রধান শিক্ষক একরামুল হকের পদত্যাগের দাবিতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
৯ সেপ্টম্বর সকালে বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়,
পরে মিছিলটি দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে অবস্থান গ্রহণ করে সড়ক অবরোধ করে
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল ও সহকারী কমিশনার (ভুমি) পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার ওসি তদন্ত সুলতান মাহমুদ।
এসময় নির্বাহী কর্মকর্তা আন্দোলনকারীদের সাথে কথা বলে, তাদের
দাবি পুরোনের আশ্বাস দেন।
পরে তিনি আন্দোলনকারীদের অভিযোগের বিষয়গুলো লিখিত আকারে দিতে বলেন।