সাবেক ডিআইজি বজলুরের মামলার সাক্ষ্য ৪ এপ্রিল

- আপডেট টাইম : ১১:১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ৩১৪ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার মিন্টু মিয়া।।
তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারা অধিদফতরের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন নতুন এ দিন ধার্য করেন। এ দিন মামলার বাদী দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের জেরা করার জন্য দিন ধার্য ছিল। এ দিন দুদকের পক্ষে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ৪ এপ্রিল জেরার জন্য পরবর্তী দিন ধার্য করেন।