ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
মানুষের তৈরি মতবাদ আল্লাহর আইনের সাথে চ্যালেঞ্জ করার শামিল – ড.শফিকুল ইসলাম মাসুদ সরকারি রাস্তা আওয়ামী লীগ নেতার দখলের চেষ্টা।এই বিষয়ে সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশের পর এসিল্যান্ডের নিষেধাজ্ঞা ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সমগ্র বাংলাদেশ) পাকুন্দিয়া উপজেলা শাখা কমিটির সকলকে সনদ প্রদান ও আলোচনা সভা ২৫২ বছরের ইতিহাসে চট্টগ্রামে এই প্রথম নারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের পদায়ন ফরিদা খানম গাজীপুর জেলা মহানগর কাশিমপুরে স্বাধীন মত প্রকাশের জেরে থানার ওসির নেতৃত্বে একাধিক সাংবাদিকের নামে মিথ্যা মামলা আজমিরীগঞ্জ পৌর এলাকার গন্জেরহাটি গ্রামের সরকারি রাস্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রনব বনিকের দখলের চেষ্টা নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রামে জনতা ব্যাংক সিবিএ নেতা আফসার আ.লীগের আমলে দাপট দেখিয়ে এখন বিএনপি নিয়োগ, বদলি, চাঁদাবাজি করে কামিয়েছেন টাকা মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

পাচঁলাইশ হামজারবাগে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা,মালামালসহ নগত টাকা লুট,বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি

চট্টগ্রাম সংবাদদাতা
  • আপডেট টাইম : ০৪:১৮:২৯ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯৬ ৫০০০.০ বার পাঠক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার হাজী বজল আহমদ সওদাগর বাড়ীর হাজী ফয়েজ আহম্মদ (৭৮) অভিযোগ করেন
তাহার বাড়িতে সন্ত্রাসী হামলাকারী মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন
১। মাহবুবুর রহমান-৫৩) ২। মোস্তাফিজুর রহমান -৫১)
৩। মিজানুর রহমান -৪৯) ৪। জিয়াউর রহমান-৪০)
৫। আজিজুর রহমান-৩৭)
৬। মোবারক উর রহমান-৩০) সর্ব পিতা মৃত আবু তাহের ৭।তৌহিদুল ইসলাম-৪০) পিতা-মৃত ছালেহ আহমদ,সর্ব সাং-হামজারবাগ, হাজী বজল আহমদ সওঃ বাড়ী, হামজারবাগ, থানা-পাঁচলাইশ, চট্টগ্রাম’সহ অজ্ঞাত ৩০/৪০ জন সন্ত্রাসী
জানা যায় উপরোক্ত ১-৭নং ব্যক্তি বাদীর সৎ ভাইয়ের ছেলে। উক্ত ব্যক্তিদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তিগন বাদীর সম্পত্তি দখলের চেষ্টা করে বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। গত ৬ আগস্ট ২৪ ইং তারিখ সন্ধ্যা ৭টার সময় হামজারবাগ হাজী ফয়েজ আহমদের বাড়ীতে,উল্লেখিত ব্যক্তিগন ও তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৩০/৪০ জন সন্ত্রাসী অবৈধভাবে হাতে লাঠি,লোহার রড,লোহার হেমার,কাটার আগ্নেয়াস্ত্র, ও দেশিয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাউন্ডারী দেয়াল ও গেইট ভেঙ্গে বাড়ীর ভিতরে প্রবেশ করে। অভিযুক্ত ব্যক্তিগন ফয়েজ সাহবের বাড়ির ৫ জন ভাড়াটিয়া সহ তাদের পরিবারের সদস্যদেরকে মারধর করে ভয়ভীতি দেখাইয়া স্বর্ণ ও নগদ টাকা লুট করে তাদেরকে বাড়ী হতে জোর পূর্বক বের করে দেয়। তখন সন্ত্রাসীরা বাদীর বাড়ীর সিঁড়ি, দরজা-জানালা, বাড়ীর ছাদ, থাই গ্লাস,বেসিন,পানির টাংকি,পানির পাইপ লাইন,টাইলস,সিসি টিভি ক্যামেরা ও মনিটর,কলাপসেবল গেইট,আসবাবপত্র,নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র,ঘরের ও বাথরুমের ফিটিংস সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভাংচুর করিয়া বিশ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। তখন সন্ত্রাসীরা বাদীর থাকার রুম হতে ১৬ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার, ১টি পানির মোটর,ওয়াসার পানির মিটার, সিড়ির এসএস রেলিং, জানালার গ্রিল ও দরজা, লোহার গেইট ও কলাপসেবল গেইট, কিচেনের বেসিন, ৫টি সিলিং ফ্যান, ৩টি গ্যাস মিটার,১টি মনিটর ও ওয়াইফাই রাউটার,সহ স্বর্ণালংকার মালামাল নগত টাকা সহ মোট বিশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা মালামাল নিয়ে যাওয়ার সময় উক্ত বিষয়ে কোন মামলা মোকদ্দমা করিলে ভাড়াটিয়াদেরকে ও মামলার বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পরবর্তীতে ফয়েজ আহমেদ উক্ত ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানায় ১টি মামলা দায়ের করেন যাহা পাঁচলাইশ থানার মামলা নং ১৫ তাং ১৬ আগস্ট ২৪ইং, ইতিমধ্যে ১নং আসামি মাহাবুবুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে- বিবাদীরা আদালত হতে জামিনে এসে মামলা প্রত্যাহারের জন্য বর্তমানে বাদী ও বাদীর পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করছে, উক্ত মামলায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ৩৯৫ ধারা সহ সংযুক্ত করে আদালতে -চার্জশিট- দাখিল করার জন্য- বাদী- তদন্তকারী কর্মকর্তা ও সিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাচঁলাইশ হামজারবাগে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা,মালামালসহ নগত টাকা লুট,বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি

আপডেট টাইম : ০৪:১৮:২৯ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার হাজী বজল আহমদ সওদাগর বাড়ীর হাজী ফয়েজ আহম্মদ (৭৮) অভিযোগ করেন
তাহার বাড়িতে সন্ত্রাসী হামলাকারী মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন
১। মাহবুবুর রহমান-৫৩) ২। মোস্তাফিজুর রহমান -৫১)
৩। মিজানুর রহমান -৪৯) ৪। জিয়াউর রহমান-৪০)
৫। আজিজুর রহমান-৩৭)
৬। মোবারক উর রহমান-৩০) সর্ব পিতা মৃত আবু তাহের ৭।তৌহিদুল ইসলাম-৪০) পিতা-মৃত ছালেহ আহমদ,সর্ব সাং-হামজারবাগ, হাজী বজল আহমদ সওঃ বাড়ী, হামজারবাগ, থানা-পাঁচলাইশ, চট্টগ্রাম’সহ অজ্ঞাত ৩০/৪০ জন সন্ত্রাসী
জানা যায় উপরোক্ত ১-৭নং ব্যক্তি বাদীর সৎ ভাইয়ের ছেলে। উক্ত ব্যক্তিদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তিগন বাদীর সম্পত্তি দখলের চেষ্টা করে বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। গত ৬ আগস্ট ২৪ ইং তারিখ সন্ধ্যা ৭টার সময় হামজারবাগ হাজী ফয়েজ আহমদের বাড়ীতে,উল্লেখিত ব্যক্তিগন ও তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৩০/৪০ জন সন্ত্রাসী অবৈধভাবে হাতে লাঠি,লোহার রড,লোহার হেমার,কাটার আগ্নেয়াস্ত্র, ও দেশিয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাউন্ডারী দেয়াল ও গেইট ভেঙ্গে বাড়ীর ভিতরে প্রবেশ করে। অভিযুক্ত ব্যক্তিগন ফয়েজ সাহবের বাড়ির ৫ জন ভাড়াটিয়া সহ তাদের পরিবারের সদস্যদেরকে মারধর করে ভয়ভীতি দেখাইয়া স্বর্ণ ও নগদ টাকা লুট করে তাদেরকে বাড়ী হতে জোর পূর্বক বের করে দেয়। তখন সন্ত্রাসীরা বাদীর বাড়ীর সিঁড়ি, দরজা-জানালা, বাড়ীর ছাদ, থাই গ্লাস,বেসিন,পানির টাংকি,পানির পাইপ লাইন,টাইলস,সিসি টিভি ক্যামেরা ও মনিটর,কলাপসেবল গেইট,আসবাবপত্র,নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র,ঘরের ও বাথরুমের ফিটিংস সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভাংচুর করিয়া বিশ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। তখন সন্ত্রাসীরা বাদীর থাকার রুম হতে ১৬ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার, ১টি পানির মোটর,ওয়াসার পানির মিটার, সিড়ির এসএস রেলিং, জানালার গ্রিল ও দরজা, লোহার গেইট ও কলাপসেবল গেইট, কিচেনের বেসিন, ৫টি সিলিং ফ্যান, ৩টি গ্যাস মিটার,১টি মনিটর ও ওয়াইফাই রাউটার,সহ স্বর্ণালংকার মালামাল নগত টাকা সহ মোট বিশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা মালামাল নিয়ে যাওয়ার সময় উক্ত বিষয়ে কোন মামলা মোকদ্দমা করিলে ভাড়াটিয়াদেরকে ও মামলার বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পরবর্তীতে ফয়েজ আহমেদ উক্ত ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানায় ১টি মামলা দায়ের করেন যাহা পাঁচলাইশ থানার মামলা নং ১৫ তাং ১৬ আগস্ট ২৪ইং, ইতিমধ্যে ১নং আসামি মাহাবুবুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে- বিবাদীরা আদালত হতে জামিনে এসে মামলা প্রত্যাহারের জন্য বর্তমানে বাদী ও বাদীর পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করছে, উক্ত মামলায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ৩৯৫ ধারা সহ সংযুক্ত করে আদালতে -চার্জশিট- দাখিল করার জন্য- বাদী- তদন্তকারী কর্মকর্তা ও সিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন।