ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ টঙ্গী থানা মহিলা যুবলীগ সভাপতি নাসরিন এর দাপটে হচ্ছে হত্যা আর অন্যের জমি জবর দখল! নাসরিনকে গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় বিএনপির মহাসচিব বরাবর লিখিত অভিযোগ!

পাচঁলাইশ হামজারবাগে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা,মালামালসহ নগত টাকা লুট,বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি

চট্টগ্রাম সংবাদদাতা
  • আপডেট টাইম : ০৪:১৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২০ ৫০০০.০ বার পাঠক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার হাজী বজল আহমদ সওদাগর বাড়ীর হাজী ফয়েজ আহম্মদ (৭৮) অভিযোগ করেন
তাহার বাড়িতে সন্ত্রাসী হামলাকারী মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন
১। মাহবুবুর রহমান-৫৩) ২। মোস্তাফিজুর রহমান -৫১)
৩। মিজানুর রহমান -৪৯) ৪। জিয়াউর রহমান-৪০)
৫। আজিজুর রহমান-৩৭)
৬। মোবারক উর রহমান-৩০) সর্ব পিতা মৃত আবু তাহের ৭।তৌহিদুল ইসলাম-৪০) পিতা-মৃত ছালেহ আহমদ,সর্ব সাং-হামজারবাগ, হাজী বজল আহমদ সওঃ বাড়ী, হামজারবাগ, থানা-পাঁচলাইশ, চট্টগ্রাম’সহ অজ্ঞাত ৩০/৪০ জন সন্ত্রাসী
জানা যায় উপরোক্ত ১-৭নং ব্যক্তি বাদীর সৎ ভাইয়ের ছেলে। উক্ত ব্যক্তিদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তিগন বাদীর সম্পত্তি দখলের চেষ্টা করে বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। গত ৬ আগস্ট ২৪ ইং তারিখ সন্ধ্যা ৭টার সময় হামজারবাগ হাজী ফয়েজ আহমদের বাড়ীতে,উল্লেখিত ব্যক্তিগন ও তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৩০/৪০ জন সন্ত্রাসী অবৈধভাবে হাতে লাঠি,লোহার রড,লোহার হেমার,কাটার আগ্নেয়াস্ত্র, ও দেশিয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাউন্ডারী দেয়াল ও গেইট ভেঙ্গে বাড়ীর ভিতরে প্রবেশ করে। অভিযুক্ত ব্যক্তিগন ফয়েজ সাহবের বাড়ির ৫ জন ভাড়াটিয়া সহ তাদের পরিবারের সদস্যদেরকে মারধর করে ভয়ভীতি দেখাইয়া স্বর্ণ ও নগদ টাকা লুট করে তাদেরকে বাড়ী হতে জোর পূর্বক বের করে দেয়। তখন সন্ত্রাসীরা বাদীর বাড়ীর সিঁড়ি, দরজা-জানালা, বাড়ীর ছাদ, থাই গ্লাস,বেসিন,পানির টাংকি,পানির পাইপ লাইন,টাইলস,সিসি টিভি ক্যামেরা ও মনিটর,কলাপসেবল গেইট,আসবাবপত্র,নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র,ঘরের ও বাথরুমের ফিটিংস সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভাংচুর করিয়া বিশ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। তখন সন্ত্রাসীরা বাদীর থাকার রুম হতে ১৬ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার, ১টি পানির মোটর,ওয়াসার পানির মিটার, সিড়ির এসএস রেলিং, জানালার গ্রিল ও দরজা, লোহার গেইট ও কলাপসেবল গেইট, কিচেনের বেসিন, ৫টি সিলিং ফ্যান, ৩টি গ্যাস মিটার,১টি মনিটর ও ওয়াইফাই রাউটার,সহ স্বর্ণালংকার মালামাল নগত টাকা সহ মোট বিশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা মালামাল নিয়ে যাওয়ার সময় উক্ত বিষয়ে কোন মামলা মোকদ্দমা করিলে ভাড়াটিয়াদেরকে ও মামলার বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পরবর্তীতে ফয়েজ আহমেদ উক্ত ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানায় ১টি মামলা দায়ের করেন যাহা পাঁচলাইশ থানার মামলা নং ১৫ তাং ১৬ আগস্ট ২৪ইং, ইতিমধ্যে ১নং আসামি মাহাবুবুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে- বিবাদীরা আদালত হতে জামিনে এসে মামলা প্রত্যাহারের জন্য বর্তমানে বাদী ও বাদীর পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করছে, উক্ত মামলায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ৩৯৫ ধারা সহ সংযুক্ত করে আদালতে -চার্জশিট- দাখিল করার জন্য- বাদী- তদন্তকারী কর্মকর্তা ও সিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাচঁলাইশ হামজারবাগে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা,মালামালসহ নগত টাকা লুট,বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি

আপডেট টাইম : ০৪:১৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার হাজী বজল আহমদ সওদাগর বাড়ীর হাজী ফয়েজ আহম্মদ (৭৮) অভিযোগ করেন
তাহার বাড়িতে সন্ত্রাসী হামলাকারী মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন
১। মাহবুবুর রহমান-৫৩) ২। মোস্তাফিজুর রহমান -৫১)
৩। মিজানুর রহমান -৪৯) ৪। জিয়াউর রহমান-৪০)
৫। আজিজুর রহমান-৩৭)
৬। মোবারক উর রহমান-৩০) সর্ব পিতা মৃত আবু তাহের ৭।তৌহিদুল ইসলাম-৪০) পিতা-মৃত ছালেহ আহমদ,সর্ব সাং-হামজারবাগ, হাজী বজল আহমদ সওঃ বাড়ী, হামজারবাগ, থানা-পাঁচলাইশ, চট্টগ্রাম’সহ অজ্ঞাত ৩০/৪০ জন সন্ত্রাসী
জানা যায় উপরোক্ত ১-৭নং ব্যক্তি বাদীর সৎ ভাইয়ের ছেলে। উক্ত ব্যক্তিদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তিগন বাদীর সম্পত্তি দখলের চেষ্টা করে বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। গত ৬ আগস্ট ২৪ ইং তারিখ সন্ধ্যা ৭টার সময় হামজারবাগ হাজী ফয়েজ আহমদের বাড়ীতে,উল্লেখিত ব্যক্তিগন ও তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৩০/৪০ জন সন্ত্রাসী অবৈধভাবে হাতে লাঠি,লোহার রড,লোহার হেমার,কাটার আগ্নেয়াস্ত্র, ও দেশিয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাউন্ডারী দেয়াল ও গেইট ভেঙ্গে বাড়ীর ভিতরে প্রবেশ করে। অভিযুক্ত ব্যক্তিগন ফয়েজ সাহবের বাড়ির ৫ জন ভাড়াটিয়া সহ তাদের পরিবারের সদস্যদেরকে মারধর করে ভয়ভীতি দেখাইয়া স্বর্ণ ও নগদ টাকা লুট করে তাদেরকে বাড়ী হতে জোর পূর্বক বের করে দেয়। তখন সন্ত্রাসীরা বাদীর বাড়ীর সিঁড়ি, দরজা-জানালা, বাড়ীর ছাদ, থাই গ্লাস,বেসিন,পানির টাংকি,পানির পাইপ লাইন,টাইলস,সিসি টিভি ক্যামেরা ও মনিটর,কলাপসেবল গেইট,আসবাবপত্র,নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র,ঘরের ও বাথরুমের ফিটিংস সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভাংচুর করিয়া বিশ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। তখন সন্ত্রাসীরা বাদীর থাকার রুম হতে ১৬ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার, ১টি পানির মোটর,ওয়াসার পানির মিটার, সিড়ির এসএস রেলিং, জানালার গ্রিল ও দরজা, লোহার গেইট ও কলাপসেবল গেইট, কিচেনের বেসিন, ৫টি সিলিং ফ্যান, ৩টি গ্যাস মিটার,১টি মনিটর ও ওয়াইফাই রাউটার,সহ স্বর্ণালংকার মালামাল নগত টাকা সহ মোট বিশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা মালামাল নিয়ে যাওয়ার সময় উক্ত বিষয়ে কোন মামলা মোকদ্দমা করিলে ভাড়াটিয়াদেরকে ও মামলার বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পরবর্তীতে ফয়েজ আহমেদ উক্ত ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানায় ১টি মামলা দায়ের করেন যাহা পাঁচলাইশ থানার মামলা নং ১৫ তাং ১৬ আগস্ট ২৪ইং, ইতিমধ্যে ১নং আসামি মাহাবুবুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে- বিবাদীরা আদালত হতে জামিনে এসে মামলা প্রত্যাহারের জন্য বর্তমানে বাদী ও বাদীর পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করছে, উক্ত মামলায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ৩৯৫ ধারা সহ সংযুক্ত করে আদালতে -চার্জশিট- দাখিল করার জন্য- বাদী- তদন্তকারী কর্মকর্তা ও সিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন।