ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
পাসপোর্টে ফিরল ‘এক্সসেপ্ট ইসরাইল’, যা বললেন সাবেক রাষ্ট্রদূত রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক কারিগরি শিক্ষার্থীদের আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক নব নির্বাচিত হরিরামপুর প্রেসক্লাবের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত ভৈরবে ভবানী পুর সালিশ বৈঠকে ২ বংশের মাঝে সংঘর্ষে ১জন নিহত ২০ জন হাহত হয় খামেনিকে বাদশাহ সালমানের চিঠি পৌঁছে দিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী

আত্রাইয়ে কাঁকরোল চাষ করে লাভবান কৃষক

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ১২৩ ৫০০০.০ বার পাঠক

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গুড়নই গ্রামে কোন প্রকার বালাইনাশক ছাড়াই বিভিন্ন কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাঁকরোল চাষ করছেন কৃষকেরা। ওই গ্রামের চাষ করা কাঁকরোলের ব্যপক চাহিদা রয়েছে। রাজধানীসহ দেশের আশপাশের বাজারগুলোর চাহিদা মিটিয়েও রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এছাড়া গুড়নই গ্রামটি হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজির গ্রাম। জানা গেছে, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর, জগদাশ, নবাবেরতাম্বু,মধুগুনই বালুনদী তীরবর্তী গ্রাম গুড়নই। নওগাঁর প্রতন্ত উপজেলার এ গ্রামের নিরাপদ সবজির চাহিদা দেশজুড়ে। বিশেষ করে এ গ্রামে চাষ করা কাঁরোল চাষে গ্রামটির চাষিদের সফলতায় একই ইউনিয়নের জগদাশ, মালিপুকুর, জগদিশপুর,কাসুন্দা,পাঁচপাকিয়াএবং বিলগলিয়া গ্রামের চাষিরাও বিষমুক্ত সবজি চাষ করছেন। স্থানীয় কৃষি অফিসের তথ্য বলছে, টারজান ফেরোমান ফাঁদ,সেক্সফেরোমান ফাঁদ,হলুদ স্টিকি ট্র্যাপ,হাত পরাগায়ন, আইপিএ প্রযুক্তি, ব্যাগিং, সুস্থ ও ভালো বীজ,সুষম সার,মালচিং,ভার্মিকম্পোস্ট এবং জৈব বালাইণাশকের মাধ্যমে ওই গ্রামগুলোতে নিরাপদ সবজি কাঁকরোলচাষ হচ্ছে।
কৃষির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, শুধু নিরাপদ সবজিরগ্রাম নয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে অন্তত একটি নিরাপদ সবজি বাজার করা জরুরি। তাহলে কৃষকরা সিন্ডিকেটের বাইরে গিয়ে ন্যায্য মূল্যেসবজি বিক্রিকরতে পারবে বলেও তিনি মনে করেন।
গুড়নই গ্রামের কাজেম আকন্দও মমিন প্রামানিক সহ কয়েকজন কাঁকরোল চাষির সঙ্গে কথা হয় তারা জানান, কাঁকরোলের চাহিদা থাকায় পাইকাররা বাড়ি থেকে কিনেনিয়ে যাচ্ছেন। এত বাজারে নিয়ে যাওয়ার ঝামেলা থাকছে না। যাতায়াত খরচও কমে যাচ্ছে। এতে আমাদের লাভের পরিমান বেড়েছেবলেওজানান কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার প্রসেজিৎ তালুকদার মোবাইল ফোনে বলেন, উপজেলার সম্ভাবনাময় ফসল কাঁকরোল। কারণ এটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে কাঁকরোল চাষ করে লাভবান কৃষক

আপডেট টাইম : ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গুড়নই গ্রামে কোন প্রকার বালাইনাশক ছাড়াই বিভিন্ন কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাঁকরোল চাষ করছেন কৃষকেরা। ওই গ্রামের চাষ করা কাঁকরোলের ব্যপক চাহিদা রয়েছে। রাজধানীসহ দেশের আশপাশের বাজারগুলোর চাহিদা মিটিয়েও রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এছাড়া গুড়নই গ্রামটি হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজির গ্রাম। জানা গেছে, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর, জগদাশ, নবাবেরতাম্বু,মধুগুনই বালুনদী তীরবর্তী গ্রাম গুড়নই। নওগাঁর প্রতন্ত উপজেলার এ গ্রামের নিরাপদ সবজির চাহিদা দেশজুড়ে। বিশেষ করে এ গ্রামে চাষ করা কাঁরোল চাষে গ্রামটির চাষিদের সফলতায় একই ইউনিয়নের জগদাশ, মালিপুকুর, জগদিশপুর,কাসুন্দা,পাঁচপাকিয়াএবং বিলগলিয়া গ্রামের চাষিরাও বিষমুক্ত সবজি চাষ করছেন। স্থানীয় কৃষি অফিসের তথ্য বলছে, টারজান ফেরোমান ফাঁদ,সেক্সফেরোমান ফাঁদ,হলুদ স্টিকি ট্র্যাপ,হাত পরাগায়ন, আইপিএ প্রযুক্তি, ব্যাগিং, সুস্থ ও ভালো বীজ,সুষম সার,মালচিং,ভার্মিকম্পোস্ট এবং জৈব বালাইণাশকের মাধ্যমে ওই গ্রামগুলোতে নিরাপদ সবজি কাঁকরোলচাষ হচ্ছে।
কৃষির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, শুধু নিরাপদ সবজিরগ্রাম নয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে অন্তত একটি নিরাপদ সবজি বাজার করা জরুরি। তাহলে কৃষকরা সিন্ডিকেটের বাইরে গিয়ে ন্যায্য মূল্যেসবজি বিক্রিকরতে পারবে বলেও তিনি মনে করেন।
গুড়নই গ্রামের কাজেম আকন্দও মমিন প্রামানিক সহ কয়েকজন কাঁকরোল চাষির সঙ্গে কথা হয় তারা জানান, কাঁকরোলের চাহিদা থাকায় পাইকাররা বাড়ি থেকে কিনেনিয়ে যাচ্ছেন। এত বাজারে নিয়ে যাওয়ার ঝামেলা থাকছে না। যাতায়াত খরচও কমে যাচ্ছে। এতে আমাদের লাভের পরিমান বেড়েছেবলেওজানান কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার প্রসেজিৎ তালুকদার মোবাইল ফোনে বলেন, উপজেলার সম্ভাবনাময় ফসল কাঁকরোল। কারণ এটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।