ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি
- আপডেট টাইম : ০৫:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ৭৮ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট বিকেল চারটায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় হতে একটি আনন্দ রেলী বের হয় রেলীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপি,পৌর বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছার রহমান নবাব এর সভাপতিত্বে ও
সদস্য সচিব আনোয়ারুল হকে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিদ মন্ডল, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ফিজার, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক,যুগ্ন আহবায়ক আব্দুর রহমান,পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল,সদস্য সচিব মানিক মন্ডল,যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম, বিএনপি নেতা শিবনগর ইউপি চেয়ারম্যান সামিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির নেতৃবৃন্দদের সুসংগঠিত হওয়ার আহ্বান জানান,
এবং যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।