ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ফেস্টুন টাঙানো কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে আহত ৪
- আপডেট টাইম : ১০:০৫:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ২৭৩ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী হাজি এম এ কালাম মাদবরের।ফেস্টুন ব্যানার টাঙাতে যেয়ে প্রতিপক্ষ আবু সামা বাহিনীর হামলায় আহত হয়েছেন চার চার জন।৩০/০৩/২০২১ ৬ নং ওয়ার্ডের এ হামলা চালায় আবু সামা ও তার সালক আনান হোসেন ভুট্র।আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হয়।আহত হয়েছেন (১) মোঃ জাহিদ হাসান পিতা মোশাররফ হোসেন (২) রনি পিতা মোকছেদ আলী(৩) শরিফুল ইসলাম পিতা সানোয়ার হোসেন(৪) তুষার পিতা হারেজ হাওলাদার সর্ব সাং নরসিংপুর ইয়ারপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড।এ ব্যাপারে হাজি এম এ কালাম মাদবরের নিকট জানতে চাইলে তিনি বলেন। সমস্যা একটাই আমার জনপ্রিয়তা কেনো।আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করছেন।আমাকে মাতাল দুশ্চরিত্র বলে সাংবাদিকদের নিকট মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে নিউজ করাচ্ছেন।আমার জনপ্রিয়তায় ঈষান্নীত হয়ে, শুধু নির্বাচন থেকে নয় আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন।আমিও তো এই দেশের একজন নাগরিক তবে আমার ব্যানার ফেস্টুন টাঙাতে প্রতিপক্ষ কেনো হামলা করবে।কেনো আমার একজনকর্মীর মাথায় ৮ টি সেলাই দিতে হবে। কে দিবে এর জবাব।আমি আইনের প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের দ্বারাস্থ হয়েছি, আমি এমন সন্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,সেই সাথে সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।সন্ত্রাসীদের সিকড় তুলে ফেলতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করি।