ফুলবাড়ীতে চেয়ারম্যানের অপসরণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১২:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ৫৩ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনের অনিয়ম- দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে অপসারণের দাবিতে গত ১৭ই আগস্ট(শনিবার) বিকেলে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
চেয়ারম্যান মানিক রতনের বিরুদ্ধে অভিযোগ করে এলাকাবাসী বলেন,দীর্ঘদিন যাবত তার সমর্থিত লোকজনকে সুযোগ সুবিধা দেওয়া, অসহায় লোকদেরকে বঞ্চিত করা এবং সরকারি বিভিন্ন বরাদ্দ লুটপাট করে খাওয়াসহ অনেক অনিয়মের সঙ্গে জড়িত চেয়ারম্যান মানিক রতন।
আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি পরিষদে আসেননি,এতে করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
ইউপির রশিদপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে আক্তার হোসেন অভিযোগ করে বলেন, কাজিহাল ইউপি চেয়ারম্যান বিগত সময় প্রভাব বিস্তার করে ক্ষমতার দাপট দেখিয়ে আমার নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে।
মিরপুর জলেশ্বরী গ্রামের নুর ইসলামের ছেলে আরাফাত মন্ডল বলেন,আমি ভিন্ন মতের রাজনীতি করার কারণে মানিক রতন চেয়ারম্যান বিভিন্ন সময়ে আমাকে হয়রানি মূলক মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে।আমি বিনা ভোটের নির্বাচিত এই চেয়ারম্যানের অপসারণ দাবি করছি।
রশিদপুর গ্রামের মৃত আসান উদ্দিনের ছেলে ইদ্রিস আলী জানান,এই চেয়ারম্যান রাস্তার গাছ চুরি,মাদক ব্যবসা ও লুটপাট সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।আমরা তার দ্রুত অপসারণ দাবি করছি।
চেয়ারম্যানের অপসারণের দাবিতে কয়েক শত মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
কাজিহাল গ্রামের ওসমান গনির ছেলে আসাদুল ইসলাম সমাবেশে আল্টিমেটাম দেন-আগামী ৭ দিনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।