নবাবগঞ্জে আদিবাসীর স্বীকৃতির দাবীতে মানববন্ধন

- আপডেট টাইম : ০৯:০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ১৪৭ ১৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী হিসেবে সোমবার ( ১২ আগস্ট ) সাংবিধানিক স্বীকৃতি সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, ভুমি কমিশন গঠন ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চয় তাই ১৬ দফা দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সমতলের আদিবাসী শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ গেটের সামনে নবাবগঞ্জ-বিরামপুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আদিবাসী শিক্ষার্থী সুমন মার্ক হেম্ব্রম, সিলডেস্টার রুবেল মুর্মু, ফিলিমন হেম্ব্রম তাদের দাবি তুলে ধরেন। পরে তারা অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে ১৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করেন।