শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করায় মোংলায় কারফিউ ভেঙ্গে উল্লাস

- আপডেট টাইম : ০৪:২০:১১ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
- / ৯৪ ১৫০০০.০ বার পাঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করায় কারফিউ ভেঙ্গে জাতীয় পতাকা উঁচিয়ে মোংলায় উল্লাস করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। সোমবার (৫ আগষ্ট) দুপুর ৩ টার পরে শেখ হাসিনা দেশ ছাড়ার খবর আসার সাথে সাথেই তারা এই উল্লাস নিয়ে রাস্তায় নামেন। শহরের বিভিন্ন সড়কে তারা বিক্ষোভ করেন। পরে পৌর সভার সামনে জড়ো হয়ে বক্তব্য রাখেন, মোংলা উপজেলার সাবেক ভাইস- চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামায়াত নেতা এ্যাড: মো: হোসেন, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামায়াত নেতা মো: ইউনুস আলী, জামায়াত নেতা মো: বারীসহ অন্যান্য নেতারা। এসময় শেখ হাসিনার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাঙ্গাব্দ শ্লোগনও দেয় তারা।
পরে বিক্ষুদ্ধরা পৌরসভার সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা নিক্ষেপ এবং তার ওপর খুনি সৈরাচার হাসিনা লিখে ক্ষোভ প্রকাশ করেন। তবে এসময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোন সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার খবরে মোংলা থেকে পালিয়েছেন হেভিওয়েট অনেক আওয়ালীগের নেতারা।