ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নব নির্বাচিত চেয়ারম্যান কে সংবর্ধনা
- আপডেট টাইম : ০১:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ১১৬ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জে ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক । সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মাদ ফাহিম, ভাইসচেয়ারম্যান আইনুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাওহীদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইসচেরাম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান । পরে নব নির্বাচিতরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সভায় অংশ গ্রহন করে।