ফুলবাড়ীতে ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট টাইম : ০৫:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১২৪ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ীতে পানি নিষ্কাশনের ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
৮জুলাই(সোমবার) সন্ধা সাড়ে ৬টায় পৌর এলাকার সুজাপুর মহল্লায় পানি নিষ্কাশনের ড্রেন থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
তার পরনে ছিল চেক লুঙ্গী ও কালো শার্ট।এসময় তার পাশে একটি শপিং ব্যাগ পাওয়া যায়।তাতে এক মুঠা বিড়ি,কিছু টাকা ও একটি গ্যাসলাইট ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ২নং ওয়ার্ডের সুজাপুর মহল্লায় সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেনে অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়রা কেউ তাকে সনাক্ত করতে পারেনি।পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,স্থানীয়দের কাছে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের সুজাপুর মহল্লায় পানি নিষ্কাশনের ড্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।এই ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হবে বলে জানান তিনি।