সাব-রেজিস্ট্রার জামিনুল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
- আপডেট টাইম : ০৭:২৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ৩৬৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
রাজশাহী সদর উপজেলা সাব-রেজিস্ট্রার জামিনুল হক ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি শুক্রবার রাতে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জামিনুল হকের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক। এছাড়া পৃথক শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটে গ্রামের বাড়িতে ব্রেইন স্ট্রোক করলে তাকে রংপুরস্থ ডক্টরস ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বুধবার এয়ার এম্বুলেন্সে ঢাকায় আনা হয়।
জামিনুল হক ২০০৪ সালে সাব-রেজিস্ট্রার পদে যোগদান করেন। তিনি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মধুপুর গ্রামে ১৯৭৪ সালের ১১ জানুয়ারিতে জন্মগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা আজ শনিবার বাদ যোহর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।