সাংবাদিক ? অসাংবাদিক চিহ্নিত করতে না পারাতে হামলা করেছে” বললেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- আপডেট টাইম : ১০:৫২:৫১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ৪১৩ ৫০০০.০ বার পাঠক
সাইফুল ইসলাম বিপ্লবী স্টাফ রিপোর্টার।।
সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত দুই সাংবাদিক এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে দুই দফায় এ হামলা করে তারা। প্রথমে বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবিদ হাসান রাসেল ও পরে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদার গুরুতর আহত হন। আহত আবিদ হাসান রাসেল বর্তমানে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। আর আসিফ হাওলাদার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় জেয়াফতের আয়োজন করে কয়েকজন ব্যক্তি। বিকেল ৪টায় জেয়াফত অনুষ্ঠানের আগে একই স্থানে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগের সহ-সভাপতি উৎপল বিশ্বাস। জেয়াফত অনুষ্ঠান আয়োজনের পূর্ব মুহূর্তে আয়োজনকারীদের ওপর হামলা চালায় উৎপল বিশ্বাসের নেতৃত্বে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হামলার ভিডিও ধারণ করতে গেলে সেখানে রাসেলের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার সময় কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মাহবুব, কেন্দ্রীয় ছাত্র