সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংকে যানজট মুক্ত করা হয়েছে
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:২৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ৩৪১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ হবিগঞ্জ ॥
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং যানজট মুক্ত করা হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পার্কিংকে যানজট মুক্ত করে। একই সাথে রেলওয়ে পার্কিংয়ের প্রবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিকেও সংরক্ষণ করা হয়েছে।
এসব তথ্য জানিয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ হারুনুর রশিদ বলেন, এক শ্রেণীর লোকেরা পার্কিংয়ে যত্রতত্রভাবে গাড়ি রেখে যানজট তৈরী করার চেষ্টা করেছিল। বিষয়টি নজরে আসলে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে পার্কিংকে যানজট মুক্ত করেছি। এখন থেকে আর অবৈধভাবে গাড়ী পার্কিং করতে দেওয়া হবে না। তবে যাত্রী নিয়ে আসা ও যাওয়ার গাড়ী নিয়ম মেনে দাঁড় করাবে। প্রয়োজনে পুলিশ সহায়তা করবে। কিন্তু অন্য গাড়ীকে কোনভাবে ছাড় দেওয়া হবে না।
আরো খবর.......