আমতলীতে ঘরের দলিল ও চাবি পেল ১০০ ভূমিহীন পরিবার
- আপডেট টাইম : ০৪:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ৭৫ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই নির্দেশনা মোতাবেক ৫ম পর্যায়ে নির্মিত বরগুনার আমতলী উপজেলার ১০০ ভূমিহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১১টায় উপকারভোগী পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি বিতরণ উপলক্ষে গুভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুষ চন্দ্র দে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোাদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম, সোহেলী পারভীন মালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, কুষি কর্মকর্তা মো. ইছা, সমবায় কর্মকর্তা মো. জগলুল হায়দার, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ একেএম সামসুদ্দিন শানু ও বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মৃধা প্রমুখ।
দলিলসহ ঘরের চাবি পেয়ে উৎফুল্ল উপজেলার লোছা গ্রামের প্রতিবন্ধী মো. আল-আমিন বলেন, মোর ঘর বাড়ি কিছুই নাই। মাইয়া পোলা লইয়া ব্যামালা কষ্ট হরছি। ঘরের অভাবে এহানে ওহানে রাইত কাডাইছি। এ্যাহন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উছিলায় জমিসহ ঘর পাইছি। আল্লায় যদি এ্যাহন একটু শান্তিতে ঘুমাইতে দেয়। আল্লার কাছে শেখ হাসিনার জন্য ব্যামালা দোয়া হরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কোন মানুষ গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী আমরা আমতলীতে খুঁজে খুঁজে প্রকৃত গৃহহীন বের করে তাদের হাতে জমিসহ ঘরের চাবি তুলে দিচ্ছি।