ঘূর্ণিঝড় রেমোল তান্ডবে বিদ্যুত বিছিন্ন রাপুর উপজেলা
- আপডেট টাইম : ০১:০৪:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / ৯৩ ৫০০০.০ বার পাঠক
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্নস্থানে বৈদ্যুতিক লাইন বিধ্বস্ত হয়েছে। ফলে টানা দুইদিন বিদুৎ ছিল না রায়পুরের বিভিন্ন স্থানে।
স্থানীয়রা জানায়, ঝড় শুরু হওয়ার আগেই রোববার (২৬ মে) রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে কিছু কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। এদিন বেলা ১২ দিকে বিদ্যুতের দেখা পায় পৌর শহরে বাসিন্দারা।
রায়পুর পৌর শহরের বাহিরে বেশির ভাগ স্থানে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগের পড়েছে স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বাসাবাড়িতে পানি না থাকায় বিপাকে পড়তে হয়েছে সবাইকে। আর বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল সেবা ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশিরভাগ লোকজনে মুঠোফোনে চার্জ ছিল না, তাই যোগাযোগও বন্ধ হয়ে যায়।
রায়পুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ডিজিএম সাহাদাত হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক খুঁটি ভেঙা সহ হেলে পড়েছে। গাছাপালা পড়ে বিভিন্ন স্থানে লাইন বিধ্বস্ত হয়েছে। অনকে গুলো মিটার তার ছিঁড়ে গেছে,এসব মেরামত শেষ হলে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।